অ্যাপ লুকাতে চাইলে হোম স্ক্রিনের ফিচারটি একটি সমস্যা হয়ে দাঁড়ায়। ব্যক্তিগত তথ্য থাকতে পারে এমন অ্যাপ অথবা ব্যংকিং অ্যাপ হোম স্ক্রিনে ভেসে থাকা মোটেও কাম্য নয়।
Published : 01 Aug 2024, 03:52 PM
আইফোনের হোম স্ক্রিন ও অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের অন্যতম বড় পার্থক্য হল অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে বেছে বেছে অ্যাপ রাখা যায়। অন্যদিকে আইফোনের সব অ্যাপ সরাসরি জায়গা পায় হোম স্ক্রিনে।
এ ফিচারটি আইফোনের অ্যাপ চালু করা সহজ করলেও অনেকেরই বিষয়টি বিরক্তিকর লাগতে পারে, বিশেষ করে যারা ফোনের স্ক্রিন গুছিয়ে রাখতে পছন্দ করেন। আইফোনের অ্যাপ লাইব্রেরি ফিচারের মাধ্যমে অ্যাপ সংক্রান্ত ঝামেলা মেটানোর একটি উপায় পাওয়া গেলেও, অনেকের জন্য হোম স্ক্রিনই অ্যাপ রাখার প্রাথমিক জায়গা।
কেউ যদি অ্যাপ লুকাতে চান তবে হোম স্ক্রিনের ফিচারটি একটি সমস্যা হয়ে দাঁড়ায়। ব্যক্তিগত তথ্য থাকতে পারে এমন অ্যাপ অথবা ব্যংকিং অ্যাপ হোম স্ক্রিনে ভেসে থাকা মোটেও কাম্য নয় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটাল ট্রেন্ডস।
আইওএস ১৭ এবং আগের সংস্করণ
আইফোনের হোম স্ক্রিন থেকে অ্যাপ লুকিয়ে ফেলার পদ্ধতি বেশ সহজ। নিচের ধাপগুলো আইওএস ১৭ বা এর আগের সংস্করণের ক্ষেত্রেই কাজ করবে।
১. হোম স্ক্রিনের যে অ্যাপটি লুকোতে চান সেটি খুঁজে বের করুন।
২. অ্যাপটির ওপরে চাপ দিয়ে ধরে রাখুন।
৩. একটি বক্স ভেসে উঠবে। সেখানে ‘রিমুভ অ্যাপ’ অপশনটি বেছে নিন।
৪. ডিভাইসটি এ পর্যায়ে জানতে চাইবে অ্যাপটি আনইনস্টল করতে চান নাকি হোম স্ক্রিন থেকে সরাতে চান। এখানে, ‘রিমুভ ফ্রম হোম স্ক্রিন’ অপশনটি বেছে নিলেই অ্যাপটি হোম স্ক্রিনে আর দেখা যাবে না।
লুকানো অ্যাপ খুঁজবেন কীভাবে?
অ্যাপটি লুকিয়ে ফেলার পর আবার যখন ব্যবহারের দরকার হবে তখন সেটি খুঁজে পাওয়ার দুটি উপায় রয়েছে। এ দুটি পদ্ধতি আইওএস ১৭ বা এর আগের সংস্করনের জন্য কাজ করবে।
১. স্পটলাইট সার্চ, এটি একটি আইওএস ফিচার। শুধু লুকোনো অ্যাপ নয়, যে কোনো অ্যাপ খুঁজে পেতেই এটি ব্যবহার করতে পারেন।
২. এটি ব্যবহার করতে স্ক্রিনের নিচের দিকে সোয়াইপ করুন। স্ক্রিনের একেবারে ওপর থেকে নিচে টানবেন না, এতে নোটিফিকেশন প্যানেল চালু হবে, এর বদলে স্ক্রিনের মাঝখান থেকে নিচের দিকে সোয়াইপ করুন।
৩. এরপরে স্পটলাইট সার্চ চালু হলে, অ্যাপটির নাম লিখলেই সামনে চলে আসবে।
পরের পদ্ধতিটি অ্যাপ লাইব্রেরির মাধ্যমে করতে হবে।
আইওএস ১৮-এর অ্যাপ লক
আইওএস ১৮’র ক্ষেত্রে ডিভাইসের নিরাপত্তায় অতিরিক্ত স্তর যোগ করতে অ্যাপ লক করার ফিচার এনেছে অ্যাপল।
১. প্রথমেই যে অ্যাপটি লক করতে চান বা লুকাতে চান সে আইকনের ওপর চাপ দিয়ে ধরে রাখুন।
২. পরের মেনুতে ‘রিকয়্যার ফেইস আইডি’ অপশনে চাপুন, ও পছন্দটি নিশ্চিত করুন।
৩. অ্যাপটি লুকিয়ে রাখার সুযোগ থাকলে, ‘হাইড অ্যান্ড রিকয়্যার ফেইস আইডি’ নামের একটি অপশন আসবে। সেটি বেছে নিয়ে, ‘কনফর্ম’ অপশনে চাপলেই অ্যাপটি হোম স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যাবে।
৪. একটি লুকানো অ্যাপ আগের অবস্থানে ফিরিয়ে আনতে, অ্যাপ লাইব্রেরি-তে যান। সেখানে ‘হিডেন ফোল্ডার’-অপশনে যান।
৫. যে অ্যাপটিকে লুকিয়ে রাখতে চান না সেটির আইকনে চেপে ধরে রাখুন এবং ‘ডোন্ট রিকয়্যার ফেইস আইডি’ অপশনটি বেছে নিন। অ্যাপটি আবারও হোম স্ক্রিনে দেখা যাবে।