ট্রাম্প বলেছেন, দেশের কৌশলগত তেল রিজার্ভের মতোই ডিজিটাল মুদ্রার একটি জাতীয় মজুদ তৈরির কথা বিবেচনা করছেন তিনি।
Published : 16 Dec 2024, 01:54 PM
এবার নতুন রেকর্ড উচ্চতা ছুঁলো বিটকয়েনের দাম। ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দাম এক লাখ পাঁচ হাজার ডলারে নেমে আসার আগে অল্প সময়ের জন্য এক লাখ ছয় হাজার ডলারে ওপরে উঠেছিল, যা এ যাবতকালে এর সর্বোচ্চ দাম।
৫ নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের বিজয়ের পর থেকে ক্রিপ্টোকারেন্সির মূল্য ৫০ শতাংশেরও বেশি বেড়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
সোমবার এশিয়ার বাণিজ্যে অল্প সময়ের জন্য এই মাইলফলকে পৌঁছায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে ক্রিপ্টোকারেন্সির প্রতি অনেক বেশি বন্ধুত্বপূর্ণ মনে করা হচ্ছে নবনির্বাচিত ট্রাম্প প্রশাসনকে।
বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, দেশের কৌশলগত তেল রিজার্ভের মতোই ডিজিটাল মুদ্রার একটি জাতীয় মজুদ তৈরির কথা বিবেচনা করছেন তিনি।
“অনেক বিনিয়োগকারী বিশ্বাস করেন, বছরের শেষ নাগাদ ১ লাখ ২০ হাজার ডলারে পৌঁছাবে বিটকয়েন। এমনকি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে দেড় লাখ ডলারের বেশি হওয়ারও সম্ভাবনা রয়েছে এই ডিজিটাল মুদ্রার,” বিবিসিকে বলেছেন ট্রেডিং প্ল্যাটফর্ম ‘এক্সএমডটকম’-এর পিটার ম্যাগুয়ের।
এ মাসের শুরুতে সিলিকন ভ্যালির উদ্যোক্তা ডেভিড স্যাকসকে নিজের ‘হোয়াইট হাউজ এআই ও ক্রিপ্টোকারেন্সি জার’ হিসেবে ঘোষণা করেছেন ট্রাম্প। পেপাল-এর সাবেক নির্বাহী এবং ট্রাম্পের উপদেষ্টা ও তার তহবিলে অন্যতম শীর্ষ দাতা মার্কিন ধনকুবের ইলন মাস্কেরও ঘনিষ্ঠ বন্ধু স্যাকস।
ট্রাম্প আরও বলেছেন, ওয়াল স্ট্রিট নিয়ন্ত্রক ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা এসইসি’-এর নতুন প্রধান হিসাবে ক্রিপ্টোকারেন্সিপন্থী ওয়াশিংটনের অ্যাটর্নি পল অ্যাটকিনসকে বেছে নিচ্ছেন তিনি।
এর আগে, গত মাসে এসইসি’র বর্তমান প্রধান গ্যারি জেনসলার বলেছিলেন, আগামী বছরের ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের দিনই পদত্যাগ করবেন তিনি।
এদিকে, সিএনবিসির প্রতিবেদন অনুসারে, মার্কিন নির্বাচনের সময় ক্রিপ্টো খাত থেকে অনুদান এসেছে অন্তত সাড়ে ২৪ কোটি ডলার।
রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের ক্রিপ্টো বান্ধব অবস্থানের কারণে, ছোট ব্যবসাগুলো নিজেদের বিনিয়োগ নগদ থেকে ডিজিটাল মুদ্রায় স্থানান্তর করছে।