মেটার অন্যান্য অ্যাপের তুলনায় থ্রেডস এখনও ছোট, তবে এর ব্যবহারকারী বৃদ্ধির হার বাকিদের চেয়ে দ্রুত।
Published : 03 Aug 2024, 12:06 PM
সম্প্রতি ২০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে মেটার থ্রেডস অ্যাপ, এমনই দাবি কোম্পানির নির্বাহী কর্মকর্তা ও ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরির।
এর আগে নিজেদের সর্বশেষ আয়ের হিসাবে মেটা প্রধান মার্ক জাকারবার্গ বলেছেন, সেবাটি ২০ কোটি ব্যবহারকারীর ‘দ্বারপ্রান্তে’, যার একদিন পরই এ মাইলফলক এল।
মেটার অন্যান্য অ্যাপের তুলনায় থ্রেডস এখনও ছোট, তবে এর ব্যবহারকারী বৃদ্ধির হার বাকিদের চেয়ে দ্রুত। গত মাসেই অ্যাপটির প্রথম বর্ষপূর্তিতে সাড়ে ১৭ কোটি ব্যবহারকারীর মাইলফলক অতিক্রমের ঘোষণা দিয়েছেন জাকারবার্গ। এমনকি এটি কোম্পানির পরবর্তী একশ কোটি ব্যবহারকারীর অ্যাপ হতে যাচ্ছে, এ ভবিষ্যদ্বাণীও করেছেন তিনি।
“আমরা ২০ বছর ধরে এই কোম্পানিটি নির্মাণ করে আসছি। আর একশ কোটি ব্যবহারকারীর অ্যাপ পাওয়ার সুযোগও সবসময় আসে না,” বলেন জাকারবার্গ।
“তবে, সে পর্যন্ত পৌঁছাতে এখনও অনেক কাজ বাকি।”
পরবর্তীতে গিয়ে থ্রেডসের ব্যবহারকারী সংখ্যা বাড়াতে মেটার অ্যাপ মনিটাইজ করার সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। অ্যাপটিতে এখনও কোনো বিজ্ঞাপননির্ভর ব্যবসায়িক মডেল নেই।
“এইসব নতুন পণ্য, আমরাই এগুলো চালু করি। পরবর্তীতে এর উন্নয়নের জন্য একাধিক বছর সময় লাগে, যেখানে শুধু গ্রাহক অভিজ্ঞতা নয়, বরং এর বিশাল ব্যবসার পরিসর বাড়ানোর বিষয়টিও থাকে,” বলেন জাকারবার্গ।
থ্রেডস এখন পর্যন্ত নিজের প্রতিদ্বন্দ্বী এক্স সংশ্লিষ্ট বিশৃঙ্খলা ও বিতর্কের সুযোগ নিলেও বিস্তৃত পরিসরে এক্স-এর বিকল্প অ্যাপ হিসেবে এর গ্রহণযোগ্যতা নিয়ে মেটা এখনও ধুঁকছে।
মোসেরি ও জাকারবার্গ বলেছেন, তারা চাননা অ্যাপে এমন কোনো রাজনৈতিক কনটেন্ট প্রচার করা হোক, যেগুলো ব্যবহারকারীরা দেখতে চান না। তবে, এ নীতি নিয়ে খোদ মেটা কর্মীরাই প্রশ্ন তুলেছেন বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদ সাইট ইনফরমেশন।