প্রাথমিকভাবে ২৫ হাজার ডলারের তহবিল সংগ্রহ করেছিল উদ্যোক্তা দলটি, যার ফলে সর্বমোট অনুদান গিয়ে পৌঁছেছে এক লাখ ৭৬ হাজার ডলারে।
Published : 08 Aug 2024, 05:26 PM
এ গল্পের শুরুটা হয়েছিল এক ‘রাগান্বিত টুইট’ দিয়ে।
উদ্যোক্তা কোম্পানি ‘গ্রাহাম অ্যান্ড ওয়াকার’-এর প্রতিষ্ঠাতা লেসলি ফেইনজাইগ জুলাইয়ের শেষে এক এক্স বার্তায় লিখেছিলেন, “গণতন্ত্রের জন্য যৌথ উদ্যোগ শুরু করতে যাচ্ছি। কে এর সঙ্গে আছেন?”
এতে দেখা যায়, সাড়ে সাতশ স্বীকৃত বিনিয়োগকারী’সহ এক হাজার তিনশ’র বেশি ‘প্রযুক্তিপ্রেমী’ ‘ভিসি’স ফর কমলা’ নামের এ প্রকল্পে অংশ নিয়েছেন, যেখানে গেল বুধবারের এক ঘণ্টা দীর্ঘ এক জুম কল থেকেই কমলা হ্যারিসকে নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে দেড় লাখ ডলার সংগ্রহ করা হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ। এ কলে অংশ নেওয়া ব্যক্তির সংখ্যা গিয়ে পৌঁছেছিল ছয়শ জন পর্যন্ত।
এর মধ্যে প্রায় এক লাখ ডলার এসেছে ৯৭ জন অংশগ্রহণকারীর কাছ থেকে। আর বাকি ৫০ হাজার ডলার এসেছে উদোক্তা কোম্পানি ‘এসভি অ্যাঞ্জেল’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা অংশীদার রন কনওয়ের কাছ থেকে। আর এ কলের শুরুটাও হয়েছে তার হাত ধরেই।
প্রাথমিকভাবে ২৫ হাজার ডলারের তহবিল সংগ্রহ করেছিল উদ্যোক্তা দলটি, যার ফলে সর্বমোট অনুদান গিয়ে পৌঁছেছে এক লাখ ৭৬ হাজার ডলারে।
প্রযুক্তি সাইট ভার্জ বলছে, ফোনালাপ চলাকালীন অনুদান খুব দ্রুতই তোলা সম্ভব হয়েছে, যেখানে যুক্ত হয়েছিলেন ডেমোক্র্যাটিক দলের পরিচিত অনুদানকারী ও চাকরিবিষয়ক সাইট লিংডইনের সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যানও। আর প্রায় আধা ঘণ্টার মধ্যেই কনওয়ের ৫০ হাজার ডলারের অনুদান ‘আনলক করার’ মতো যথেষ্ট পরিমাণ তহবিল উঠে এসেছিল এতে।
জুমে রাজনৈতিক সংগঠনের তহবিল ওঠানোর প্রবণতার সর্বশেষ রূপ ছিল এটি, যেখানে এর আগে হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে যোগ দেওয়ার পরপরই অ্যাপটির এক বিশাল ফোনালাপ আয়োজনে যোগ দিয়েছিলেন কয়েক হাজার কৃষ্ণাঙ্গ নারী।
পরবর্তীতে ‘হোয়াইট ড্যুডস ফর হ্যারিস’ নামের আরেকটি গ্রুপ কল আয়োজন করা হয়েছিল, যাকে এর আগের গ্রুপ কলের তুলনায় ছোট পরিসরের বলে আখ্যা দিয়েছেন ফেইনজাইগ।
এ কলে অবশ্য ইতিবাচক ও কিছুটা প্রতিবাদী উভয় ধরনের কণ্ঠস্বরই শোনা গেছে। এর মধ্যে অনেক প্রকল্পে বিনিয়োগ কোম্পানি ‘আন্দ্রিসেন হরোভিটস’-এর প্রতি ইঙ্গিত দিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়েছিল, যার প্রতিষ্ঠাতারা সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সমর্থন করার ঘোষণা দিয়েছেন।