ছবি যোগ করার জন্য ছবির ওপরে ডান কোণার বৃত্তে চাপ দিন। মনে রাখবেন ছবিগুলো যে ক্রমানুসারে বেছে নেওয়া হবে ঠিক সেই ক্রমেই স্লাইডশোতে যোগ হবে।
Published : 14 Jul 2024, 03:28 PM
ছোট ভিডিওভিত্তিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মধ্যম টিকটক কী শুধুই ভিডিও’র জন্যই? কেবল ভিডিও পোস্ট করা গেলেও, কেউ চাইলে ছবির মাধ্যমে এতে তৈরি করতে পারেন স্লাইডশো।
টিকটকে নিজের পছন্দের কোনো ছবি, স্মৃতি আকারে ফলোয়ারদের বা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাইছেন? তবে, খুব সহজেই ছবি গান ও আরও বিভিন্ন ইফেক্টস ব্যবহার করে তৈরি করে নিতে পারেন স্লাইডশো।
এটি তৈরি করা সহজ। চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন।
টিকটকের ফটো স্লাইডশো অনেকটা ভিডিওর মতই কাজ করে। প্রথমে ছবি বাছাই করে স্লাইডশো-তে যোগ করতে হবে, পছন্দের গান যোগ করতে হবে, এরপরে স্টিকার বা অন্যান্য ইফেক্টস যোগ করলেই হয়ে যাবে।
প্রথমে আইফোন অথবা অ্যান্ডয়েড থেকে টিকটক অ্যাপ চালু করুন, স্ক্রিনের নিচের বার থেকে প্লাস (+) চিহ্নে চাপ দিন।
পপ-আপ পৃষ্ঠায় ‘আপলোড’ অপশনে চাপ দিন, যেহেতু স্মার্টফোন থেকেই ছবি যোগ করতে হবে।
পরবর্তী স্ক্রিনের ওপরের অংশে ‘ফটোজ’ অপশনে ক্লিক করুন এবং যে ছবিগুলো স্লাইডশোতে যোগ করতে চান সেগুলো খুঁজে বের করুন।
ছবি যোগ করার জন্য ছবির ওপরে ডান কোণার বৃত্তে চাপ দিন। যে যে ছবি যোগ করতে চান, প্রতিটি এভাবে বেছে নিন। তবে, মনে রাখবেন ছবিগুলো যে ক্রমানুসারে বেছে নেওয়া হবে ঠিক সেই ক্রমেই স্লাইডশোতে যোগ হবে।
ছবি বাছাই করা হয়ে গেছে, স্ক্রিনের নিচে “নেক্সট (এক্স)” লেখা অপশনে ক্লিক করুন। এখানে এক্স-এর পরিবর্তে ছবির সংখ্যা লেখা থাকবে।
টিকটক স্বয়ংক্রিয়ভাবেই ছবিগুলোর একটি স্লাইডশো তৈরি করবে। এখানে স্লাইডশো’র সংগীত বা গান পরিবর্তনের জন্য ওপরে ‘মিউজিক’ চিহ্নে চাপ দিয়ে নিজের পছন্দের গান বেছে নিন।
পাশাপাশি, স্টিকার, ফিল্টার বা অন্যান্য ফিচার স্লাইডশোতে যোগ করার জন্য, ওপরের বিভিন্ন অপশন থেকে একইভাবে এডিট করে নিন। এডিট করা হয়ে গেলে, স্ক্রিনের নিচের ডান কোণায় ‘নেক্সট’ অপশনে চাপ দিন।
এরপরে ‘পোস্ট’ পৃষ্ঠা আসবে। এখানে, স্লাইডশো’র ডেসক্রিপশন বা ক্যাপশন লেখা যাবে, চাইলে মানুষকে ট্যাগ করা যাবে এবং প্রাইভেসি ও অন্যান্য সেটিংস বদলে নেওয়া যাবে। সব ঠিকঠাক হয়ে গেলে, স্ক্রিনের নিচে ‘পোস্ট’ অপশনে চাপ দিন।
এভাবে সহজেই একটি স্লাইডশো তৈরি করে নিজের বন্ধু ও ফলোয়ারদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন।