২০২০ সালের শেষের দিকে চীন সরকারের নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করার পর থেকে জনসম্মুখ থেকে অনেকটা হারিয়েই যান বর্ণাট্য ও আলোচিত এই শীর্ষ ব্যবসায়ী।
Published : 19 Jun 2023, 09:45 PM
আলিবাবার প্রতিষ্ঠা জ্যাক মা খণ্ডকালীন শিক্ষক হিসাবে পড়ানো শুরু করলেন ইউনিভার্সিটি অফ টোকিওতে।
চীন সরকারের দমন অভিযানে দেশটির শীর্ষস্থানীয় উদ্যোক্তা হিসাবে সুপরিচিত মা বেশ কিছুদিন আগেই ব্যবসায়িক সাম্রাজ্য থেকে সরে এসেছেন।
ব্যবস্থাপনা দর্শন এবং তা থেকে কিভাবে সাফল্য অর্জন করা তা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দুই ঘণ্টার সেমিনারে অংশ নেন তিনি –শুক্রবার বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে।
সেমিনারটিতে মা জাপান, চীন, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীদের সঙ্গে “উদ্ভাবন ও ব্যবসায় সুযোগ সৃষ্টিতে নেতৃত্ব দেওয়ায় তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান” তুলে ধরেন –বলেছে বিবৃতিটি।
আলিবাবা প্রতিষ্ঠার আগে জ্যাক মা’র প্রথম পেশা ছিল শিক্ষকতা। স্নাতক সম্পন্ন করার পর তিনি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়াতেন।
২০২০ সালের শেষের দিকে চীন সরকারের নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করার পর থেকে জনসম্মুখ থেকে অনেকটা হারিয়েই যান বর্ণাট্য ও আলোচিত এই শীর্ষ ব্যবসায়ী।
সে সময় আলিবাবার মূল কোম্পানি অ্যান্ট গ্রুপ ইতিহাসের সর্বোচ্চ আইপিও ঘোষণার প্রস্তুতি নিচ্ছিল। মা’র ওই বক্তব্যের কয়েকদিনের মধ্যেই কোম্পানিটির শেয়ার বাজারে ঢোকার পথ আটকে দেয় চীন সরকার।
এই ঘটনাটি চীনের বেসরকারি খাত ও ইন্টারনেট শিল্পে দেশটির সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের সূত্রপাত ঘটায়। সেই সঙ্গে আলিবাবা গ্রুপকে বাজারে একচেটিয়া কার্যাক্রম চালানোর অভিযোগে রেকর্ড দুইশো ৮০ কোটি ডলারের জরিমানা আরোপ করে চীন সরকার।
তার পর থেকে তিনি বেশিরভাগ সময় একান্ত নিভৃতে হংকং, স্পেন, এবং আলিবাবার বিনিয়োগকারী সফটব্যাংকের সিইও ও তার বন্ধু ও মাসা সন-য়ের দেশ জাপানে কাটিয়েছেন, এমনটাই উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যামের প্রতিবেদনে।
চীনের প্রযুক্তি জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে পরিচিত মা’র হারিয়ে যাওয়া জনমনে নানা প্রশ্নের জন্ম দেয়।
আলিবাবা গ্রুপকে ছয়টি ভিন্ন অংশে পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য গত মার্চে চীনের মূল ভূখণ্ডে আসেন মা। দেশটির বেসরকারি খাতে ক্রমশ বাড়তে থাকা ভয়ভীতি কমাতে সেই অনুষ্ঠানে মা’র অংশগ্রহণকে মিডিয়ার সামনে সাজানো নাটক হিসাবে অখ্যায়িত করেছে বিশ্লেষকরা –বলেছে সংবাদসংস্থা সিএনএন।
গবেষণা ও শিক্ষকতার মতো বিষয়ে এ বছর মা-কে বেশ কয়েকবার জনসম্মুখে দেখা যায়। ইউনিভার্সিটি অফ হংকং এপ্রিলে ঘোষণা দেয় আগামী তিন বছরের জন্য তাদের বিজনেস স্কুলে যোগ দিতে পারেন তিনি।
গত পহেলা মে তিনি ইউনিভার্সিটি অফ টোকিওতে অধ্যাপক হিসাবে যোগদান করেন এবং বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল প্রোফাইল বলছে যার মেয়াদকাল ৩১ অক্টোবর ২০২৩।
প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে চীনে বেসরকারি খাতের প্রয়োজন সবচেয়ে বেশি– বলেছে সিএনএন। দেশটির অর্থনৈতিক অগ্রগতি একাধিক সূচকে বাধার সম্মুখীন হচ্ছে। চীন সরকারের পরিসংখ্যান অনুসারে গত মাসে পাইকারি বিক্রি এবং শিল্পোৎপাদন হ্রাস পেয়েছে। ১৬ থেকে ২৪ বছরের তরুণদের মধ্যে বেকারত্বের হার শতকরা ২০ দশমিক আট ভাগে পৌঁছে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রিমিয়ার লি কিয়াংসহ শীর্ষ নেতৃবৃন্দ বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের বলার চেষ্টা করছেন চীনে নিরাপদ বিনিয়োগ পরিবেশ বজায় আছে। বিদেশী ব্যবসায়িক প্রতিষ্ঠানদেরও তারা তাদের দেশে আগমনের আহবান জানিয়েছেন।