হিউম্যানয়েড রোবট তৈরির পেছনে কেবল মেটা’ই ছুটছে না, এ দৌড়ে আরও আছে অ্যাপল, অ্যালফাবেট-এর গুগল ডিপমাইন্ড’সহ অন্যান্য প্রযুক্তি জায়ান্ট কোম্পানিও।
Published : 16 Feb 2025, 04:04 PM
অগমেন্টেড রিয়েলিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের পর এবার বড় বাজি ধরছে মেটা। এআইচালিত হিউম্যানয়েড রোবট তৈরিতে বড় অংকের বিনিয়োগের পরিকল্পনা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।
হিউম্যানয়েড রোবটকে বিবেচনা করা হয় ভবিষ্যতমুখী রোবট হিসাবে, যা মানুষের মতো কাজ করতে ও নানা ধরনের শারীরিক কাজে সহায়তা করতে পারে।
এ ধরনের রোবট তৈরির জন্য নিজেদের ‘রিয়েলিটি ল্যাবস’ হার্ডওয়্যার বিভাগের মধ্যে একটি নতুন দল গঠন করছে মেটা। এ বিষয়টি সম্পর্কে জানেন এমন এক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে লিখেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনসিবি।
এসব রোবট তৈরিতে নিজেদের হার্ডওয়্যার নিয়ে কাজ করার পরিকল্পনা করছে মেটা। বাসাবাড়ির কাজ যাতে হিউম্যানয়েড রোবট ভালোভাবে করতে পারে শুরুতে সে দিকটির প্রতি মনোযোগ দেবে মেটা।
কোম্পানিটি এখনও এ উদ্যোগের ঘোষণা না দেওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেছেন, রোবটের জন্য এআই, সেন্সর ও সফটওয়্যার তৈরি করাই এখন পর্যন্ত অন্যতম লক্ষ্য, যা বিভিন্ন কোম্পানির মাধ্যমে তৈরি ও বিক্রি করবে মেটা।
নিজেদের পরিকল্পনা নিয়ে ‘ইউনিট্রি রোবোটিক্স ও ‘ফিগার এআইসহ বিভিন্ন রোবোটিক্স কোম্পানির সঙ্গে আলোচনা শুরু করেছে মার্কিন এই টেক জায়ান্টটি। তবে এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি হয়নি মেটা।
এসব হিউম্যানয়েড রোবট তৈরির পেছনে কেবল মেটা’ই ছুটছে না, এ দৌড়ে আরও আছে অ্যাপল, অ্যালফাবেট-এর গুগল ডিপমাইন্ড’সহ অন্যান্য প্রযুক্তি জায়ান্ট কোম্পানিও।
শুক্রবার কর্মীদের কাছে নতুন দল গঠনের বিষয়টি নিশ্চিত করে মেটা বলেছে, এ বিভাগটির নেতৃত্বে দেবেন মার্ক হুইটেন। এ মাসের শুরুতে ‘জেনারেল মোটর্স’ কোম্পানির মালিকানাধীন আমেরিকান অটোনোমাস গাড়ি কোম্পানি ‘ক্রুজ’-এর প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেন তিনি। এর আগে গেইমিং কোম্পানি ‘ইউনিটি সফটওয়্যার’ ও ‘অ্যামাজন’-এর নির্বাহী ছিলেন হুইটেন।
গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আর কোয়ালকম-এর বিভিন্ন চিপ স্মার্টফোন শিল্পের জন্য যা করেছে, মেটা চাইছে হিউম্যানয়েড রোবটের জন্যও তেমন একটি ভিত্তি তৈরি করতে।
এ প্রকল্পের সঙ্গে জড়িত ওই ব্যক্তি বলেছেন, এরইমধ্যে নিজেদের বিভিন্ন ডিভাইসের জন্য যে সফটওয়্যার, সেন্সর ও কম্পিউটিং বিভিন্ন প্যাকেজ তৈরি করছে মেটা সেগুলো তাদের এসব হিউম্যানয়েড রোবট তৈরিতে কাজে লাগাবে।
কয়েক বছর ধরে নিজেদের ‘রিয়ালিটি ল্যাবস হার্ডওয়্যার’ বিভাগে কোটি কোটি ডলার বিনিয়োগ করছে মেটা। এ বিভাগটি ‘কোয়েস্ট ভিআর’ হেডসেট ও জনপ্রিয় ‘রে ব্যান’ স্মার্ট চশমার মতো পণ্য বিক্রি করে। এআই অবকাঠামো ও নতুন রোবটের কাজসহ সংশ্লিষ্ট পণ্যে এ বছর ছয় হাজার পাঁচশ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা করছে মেটা।
এসব হিউম্যানয়েড রোবট তৈরির বিষয়টি মেটার জন্য নতুন হলেও এজন্য কয়েক মাস ধরে রোবোটিক্স কাজের ওপর তাদের বিভিন্ন গবেষণাপত্রের খোঁজ ও প্রকাশ করছে ‘ফান্ডামেন্টাল এআই রিসার্চ গ্রুপ’ বা এফএআইআর।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেছেন, এসব হিউম্যানয়েড রোবট বাজারে আসতে আরও কয়েক বছর লাগতে পারে।