মাস্ক বলেছেন, তিন থেকে পাঁচ বছরের মধ্যে ব্যাপকহারে রোবট উৎপাদনে যাবে টেসলা, প্রতিটির দাম হবে ২০ হাজার ডলারের কম।
Published : 02 Oct 2022, 03:22 PM
বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলার তৈরি মানবাকৃতির রোবট ‘অপটিমাস’-এর প্রথম প্রোটোটাইপ দেখিয়েছেন কোম্পানির কাণ্ডারী ইলন মাস্ক। কথা বলতে না পারলেও, দর্শকদের উদ্দেশ্যে হাঁটু তুলে ও হাত নেড়ে ইশারা করেছে এই যন্ত্রমানব।
৩০ সেপ্টেম্বর সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত টেসলার ‘এআই ডে’-তে মাস্ক জানিয়েছেন, অপটিমাসের নকশা ও নির্মাণকাজ এখনও প্রাথমিক পর্যায়ে আছে, ভোক্তাপণ্য হিসেবে বাজারে রোবটটির অভিষেক হতে সময় লাগবে আরও কয়েক বছর।
গাড়ির নির্মাণ কারখানায় ব্যবহার করে অপটিমাসের কার্যক্ষমতা পরীক্ষা করে দেখার কথা জানিয়েছেন টেসলার প্রকৌশলীরা।
মঞ্চে অপটিমাসের প্রোটোটাইপ দেখানোর পাশাপাশি একটি ভিডিও দেখিয়েছে টেসলা; এতে গাছে পানি দেওয়া, বাকসো বয়ে নেওয়া আর ভারি ধাতব বস্তু বহন করতে দেখা গেছে রোবটটিকে।
— Elon Musk (@elonmusk) October 1, 2022
মাস্ক বলেছেন, তিন থেকে পাঁচ বছরের মধ্যে ব্যাপকহারে উৎপাদন করা হবে রোবটগুলো, প্রতিটির দাম হবে ২০ হাজার ডলারের কম।
অপটিমাস পুরো মানবসভ্যতাকে বদলে দেবে– এমন উচ্চাভিলাষী প্রত্যাশার ইঙ্গিত মিলেছে মাস্কের বক্তব্যে।
“সভ্যতাকে আমরা যেভাবে চিনি, তার মৌলিক পর্যায়ে পরিবর্তন এটি,”-- দাবি মাস্কের।
ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারী ও বিশ্লেষকরা
বিবিসি জানিয়েছে, টেসলার পুরোপুরি রোবটিক্সমুখী হওয়া টেসলার জন্য কতোটা সুবিবেচনার হবে, সে বিষয়ে সন্দিহান বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষকরা। এর বদলে কোম্পানিটিকে গাড়ি নির্মাণের মূল ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রকল্পে মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।
কিন্তু, রোবট দিয়ে মানুষের কাজ করাতে আগ্রহী ইলন মাস্ক, তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সবচেয়ে জটিল প্রতিবন্ধকতাগুলোর সমাধানে আগ্রহী তিনি।
— Tesla (@Tesla) October 1, 2022
অতীতে এআই-কে মানব সভ্যতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করলেও, মাস্ক এখন বলছেন, রোবট কাজ করছে এবং মানুষ তার সুফল নিচ্ছে এমন একটি সমাজের দিকে অগ্রগতি নিশ্চিত করতে চায় তার কোম্পানি।
আর্নল্ড শোয়ার্জনেগার অভিনীত টার্মিনেটর চরিত্রের প্রসঙ্গ টেনে মাস্ক বলেন, “আমরা সবসময়েই সতর্ক থাকতে চাই যেন টার্মিনেটরের পথে না হাঁটি আমরা।”
সে লক্ষ্যে টেসলা অপটিমাসের জন্য নানা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছে বলে জানিয়েছেন মাস্ক, আরও থাকবে প্রয়োজনে রোবটের কার্যক্রম বন্ধের জন্য ‘স্টপ বাটন’।