ইউএনও সঞ্জীব সরকার বলেন, আহতদের এবং নিহতের পরিবারকে সহায়তা করা হবে।
Published : 23 Apr 2025, 09:45 PM
সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন।
বুধবার বিকালে রফিনগর ইউনিয়নের সেচনি গ্রামে এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার জানান।
নিহত কৃষক আইয়ুব হোসেন (২০) ওই গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
আহতরা হলেন- আইয়ুবের ভাই অলিউর রহমান এবং একই গ্রামের মনিরুল ইসলাম।
আইয়ুব হোসেনের চাচাতো ভাই সুজন মিয়া বলেন, তিনজন বাড়ির সামনে হাওরের কান্দায় ধানের খড় সংগ্রহের কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তিনজন আহত হন।
তাদেরকে উদ্ধার করে স্থানীয় বাংলা বাজারে নিয়ে গেলে পল্লী চিকিৎসক আইয়ুব হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যায়।
ইউএনও সঞ্জীব সরকার বলেন, আহতদের এবং নিহতের পরিবারকে সহায়তা করা হবে।