ডিএনসিসির প্রশাসক বলেন, “যারা সরকারি জমি, খাস জমি দখল করে স্থাপনা বানিয়ে ভোগদখল করছেন, তাদের বলে দিচ্ছি, ঘুম থেকে জেগে দখল করা জায়গাটা ছেড়ে দিতে হবে।”
Published : 23 Apr 2025, 09:43 PM
ঢাকার মোহাম্মদপুরে খালের ওপর অবৈধভাবে গড়ে তোলা একটি দোতলা ভবন গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি।
এছাড়া আরেকটি তিনতলা ভবনের আংশিক ভেঙে দেওয়া হয়েছে। অভিযানে ৫টি টিনের ঘরও ভাঙা হয়েছে।
বুধবার সকালে বছিলা এলাকায় হাইক্কার খালে দখলদার উচ্ছেদে অভিযান চালায় ডিএনসিসি। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, ফারজানা খানম এবং মো. শাহীদুল ইসলাম অভিযান পরিচালনা করেন।
সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া অভিযান চলে বেলা সাড়ে চারটা পর্যন্ত।
অভিযানের বিষয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ সাংবাদিকদের বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর এই খাল পরিদর্শনে এসে দেখতে পান খালে বালু ভরাট করা হয়েছে। খালে অনেকগুলো স্থাপনা হয়ে গেছে। স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিলে দখলদাররা জানায়, সেগুলো খালের মধ্যে পড়েনি।
“তারা চ্যালেঞ্জ করেছিল। পরে আমাদের সার্ভেয়ার এবং তাদের সার্ভেয়ার যৌথভাবে জরিপ করেছে। এতে দেখা গেছে, একটি দোতলা বাড়ি, একটি তিনতলা বাড়ি এবং মসজিদের একটি অংশসহ বেশ কয়েকটি টিনের ঘর খালের সীমানায় পড়েছে।”
মোহাম্মদ এজাজ বলেন, ধর্মীয়, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং এক সময় বঙ্গবন্ধুর নামে ক্লাব বানিয়ে ঢাকার খাল, জলাধার ও গণপরিসর দখল করা হয়েছে।
“যারা এখনো সরকারি খাল-বিল দখল করে নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, তাদের সময় শেষ। যারা সরকারি জমি, খাস জমি দখল করে স্থাপনা বানিয়ে ভোগদখল করছেন, তাদের বলে দিচ্ছি, ঘুম থেকে জেগে দখল করা জায়গাটা ছেড়ে দিতে হবে। আজকের উদাহরণ শিক্ষা নিয়ে আপনারা নিজ দায়িত্বে এগুলো সরিয়ে নিন। না হলে বিপদ হবে।”