“সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি,” বলেন ইউনূস
Published : 23 Apr 2025, 04:50 PM
কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বুধবার এক এক্স পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।”
Message from Chief Adviser Professor Muhammad Yunus on Kashmir incident:
"Excellency: Please accept my deepest condolences over the loss of life resulting from the terrorist attack that took place in Kashmir's Pahalgam. We strongly condemn this heinous act. Let me reaffirm…
— Chief Adviser of the Government of Bangladesh (@ChiefAdviserGoB) April 23, 2025
মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটনস্থল পেহেলগামে ওই হামলার ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ছিলেন অন্য রাজ্য থেকে আসা পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা।
প্রধানমন্ত্রী মোদী দ্বিপক্ষীয় সফরে সৌদি আরবে থাকলেও হামলার খবর পেয়ে তিনি সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তার ফেরার কথা ছিল বুধবার রাতে।
কাশ্মীরের ঘটনার খবর পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফোন করেন নরেন্দ্র মোদীকে। তিনি ওই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।