অনেকেই বিভিন্ন কারণে নিজের ফোন নম্বর পরিবর্তন করতে পারেন। ফলে, নতুন ফোন নম্বরটি গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে রাখা ভালো।
Published : 05 Nov 2024, 05:12 PM
গুগল অ্যাকাউন্টের সঙ্গে ফোন নম্বর যোগ করে রাখার বেশ কিছু সুবিধা রয়েছে। অ্যকাউন্ট যাচাই করতে ফোন নম্বর ব্যবহার করা যায়, গুগল ইউজারনেইম ভুলে গেলেও ফোন নম্বর ব্যবহার করে সাইন ইন করতে পারবেন।
পাশাপাশি, সার্চ জায়ান্টের বিভিন্ন ডিজিটাল পরিষেবায় সাইন ইন করার জন্যও এটি কাজে লাগতে পারে, ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ কোড পেতে কাজে আসবে। এ ছাড়া, জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে, ফোনের মেসেজে আসা কোডের মাধ্যমে অ্যকাউন্ট পুনরুদ্ধার করতে পারেন।
অনেকেই বিভিন্ন কারণে নিজের ফোন নম্বর পরিবর্তন করতে পারেন। ফলে, নতুন ফোন নম্বরটি গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে রাখা ভালো।
অ্যান্ড্রয়েড ফোন থেকে কীভাবে ফোন নম্বর আপডেট করবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
১. প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অ্যাপে যান।
২. ‘গুগল’ অপশনে ট্যাপ করুন।
৩. গুগল অ্যাকাউন্টের সেটিংস পৃষ্ঠা চালু করার জন্য ‘ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট’ অপশনে চাপুন।
৪. স্ক্রিনের ওপরে ‘পার্সোনাল ইনফো’ ট্যাবটি খুঁজে বের করুন।
৫. ‘কনটাক্ট ইনফো’ বিভাগের নিচে ‘ফোন’ অপশনে চাপুন।
৬. আগে অন্য নম্বর যোগ করা থাকলে সেই নম্বর আসবে, নম্বরের ওপরে চাপুন।
৭. ফোন নম্বরের পাশে ‘এডিট’ বোতামে চাপুন। এ পর্যায়ে ডিভাইসের মালিকানা নিশ্চিত করতে বলা হবে।
৮. নীল রঙের ‘কন্টিনিউ’ বোতামে চাপুন।
৯. এবার ডিফল্ট স্ক্রিন লক, যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেইস আইডি অথবা পাসওয়ার্ড ব্যবহার করে ফোনটি আনলক করুন।
১০. ডিভাইস আনলক হলে, ফোন নম্বর পৃষ্ঠা চালু হবে।
১১. ‘এডিট’ বোতামে চাপুন।
১২. ‘আপডেট নাম্বার’ অপশনটি বেছে নিন।
১৩. নতুন ফোন নম্বর লিখুন।
১৪. এবার ‘সিলেক্ট’ অপশনে চাপলেই গুগল অ্যাকাউন্টের সঙ্গে নতুন ফোন নম্বর যুক্ত হয়ে যাবে।