জেমিনাই ট্রাস্ট কোম্পানি হচ্ছে আমেরিকান ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ও কাস্টডিয়ান ব্যাংক।
Published : 07 Jan 2025, 02:35 PM
যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থার অভিযোগের ভিত্তিতে ৫০ লাখ ডলারের সাধারণ জরিমানা দিতে রাজি হয়েছে জেমিনাই ট্রাস্ট কোম্পানি।
২০১৭ সালে নিজেদের বিটকয়েন ফিউচার চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট বিবৃতির জন্য যুক্তরাষ্ট্রের ‘কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন সিএফটিসি’-এর অভিযোগ নিষ্পত্তি করতে জরিমানা দিতে রাজি হয়েছে কোম্পানিটি।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের এক নথির বরাত দিয়ে সোমবার এ খবর প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।
জেমিনাই ট্রাস্ট কোম্পানি হচ্ছে আমেরিকান ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ও কাস্টডিয়ান ব্যাংক।
মামলার নথি অনুসারে, জেমিনাইয়ের বিরুদ্ধে সব ধরনের বকেয়া দাবির সমাধান করার লক্ষ্যে এক সম্মতি আদেশ দায়ের করেছে সিএফটিসি। যেটি অনুমোদিত হলে, জরিমানা দেওয়ার পাশাপাশি ‘মিথ্যা বা বিভ্রান্তিকর বিবৃতি দেওয়া’ থেকেও দূরে থাকার প্রতিজ্ঞা করতে হবে জেমিনাইকে।
ফেডারেল আদালতে দায়ের করা এই স্থায়ী নিষেধাজ্ঞাতেও সম্মত হয়েছে ট্রাস্ট কোম্পানিটি।
২০২২ সালে মিথ্যা ও বিভ্রান্তিকর বিবৃতি দেওয়া ও ২০১৭ সালে বিটকয়েন ফিউচার চুক্তি চালু করতে চেয়েছিল— এ ধরনের তথ্য সংস্থাটিকে না দেওয়ার জন্য জেমিনাইয়ের বিরুদ্ধে মামলা করে সিএফটিসি।
আদেশ অনুসারে, সিএফটিসির এসব অনুসন্ধান স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি জেমিনাই।
এদিকে, রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি ট্রাস্ট কোম্পানির এক মুখপাত্র।