২০২২ সালের গোড়ার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বা এক্স কেনার আগে সময়মতো প্লাটফর্মটির স্টক মালিকানা প্রকাশ করেননি মাস্ক।
Published : 15 Jan 2025, 04:21 PM
শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে সম্প্রতি মামলা করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা এসইসি। অভিযোগ, ২০২২ সালের গোড়ার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার আগে সময়মতো প্লাটফর্মটির শেয়ার মালিকানা প্রকাশ করেননি তিনি।
এসইসি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু মাস্ক টুইটারের ৫ শতাংশের বেশি শেয়ারের মালিকানা প্রকাশ করার পরেও তিনি যে শেয়ার কিনেছিলেন তার জন্য ‘অন্তত ১৫ কোটি ডলার’ অর্থ কম পরিশোধ করেছেন।
২০২২ সালের অক্টোবরে টুইটার কেনার পর প্লাটফর্মটির নাম বদলে এক্স রাখেন মাস্ক।
২০২২ সালের গোড়ার দিকে টুইটারের শেয়ার কিনতে শুরু করেন মাস্ক এবং সেই বছরের মার্চ মাসের মধ্যে তিনি ৫ শতাংশের বেশি শেয়ারের মালিক হন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
অভিযোগপত্রে বলা হয়েছে, আইন অনুসারে তাকে নিজের মালিকানার নথি প্রকাশ করতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের ১১ দিন পরও তা জমা দিতে পারেননি মাস্ক।
এ বিষয়ে মন্তব্যের জন্য এক্স ও মাস্কের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পায়নি ইন্ডিপেনডেন্ট।
২০২২ সালের এপ্রিলে টুইটার অধিগ্রহণের জন্য এক চুক্তিতে স্বাক্ষর করার পর তা থেকে সরে আসার চেষ্টা করেছিলেন মাস্ক। ফলে মাস্ককে অধিগ্রহণে বাধ্য করতে তার বিরুদ্ধে মামলা করে কোম্পানিটি।
এসইসি বলেছে, ২০২২ সালের এপ্রিল থেকে শুরু করে মাস্কের টুইটার স্টক কেনা ও তার বিবৃতি’সহ কোম্পানিটির সঙ্গে সংশ্লিষ্ট এসইসি ফাইলিংয়ের ক্ষেত্রে কোনও সিকিউরিটিজ আইনের লঙ্ঘন হয়েছে কি না তা তদন্তের অনুমোদন দিয়েছে তারা।
এ মামলা দায়ের করার আগে, মাস্ককে তার টুইটার কেনার তদন্তের অংশ হিসেবে সাক্ষ্য দিতে বাধ্য করার চেষ্টায় আদালতে গিয়েছিল এসইসি।
এদিকে, এসইসি’র বর্তমান চেয়ারম্যান গ্যারি জেনসলার ২০ জানুয়ারি পদ থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন এবং নতুন মার্কিন প্রশাসন এই মামলা চালিয়ে যাবে কি না তা এখনও স্পষ্ট নয়।