ছয় ঘণ্টার মধ্যেই এর ভিউ তিন কোটি ৭০ লাখ ছাড়িয়ে গেছে। এমনকি ইউটিউবের ট্রেন্ডিংয়েও দুই নাম্বারে অবস্থান করছে ট্রেইলারটি।
Published : 05 Dec 2023, 11:09 AM
ভিডিও গেইম নির্মাতার নির্ধারিত তারিখের একদিন আগেই সামাজিক মাধ্যম এক্স-এ ফাঁস হয়েছে বহুল প্রতীক্ষিত আরপিজি গেইম ‘গ্র্যান্ড থেফট অটো ৬ (জিটিএ ৬)’-এর প্রথম ট্রেইলার।
গেইমটির প্রথম ট্রেইলার প্রকাশ পাওয়ার কথা ৫ ডিসেম্বর পূর্বাঞ্চলীয় সময় সকাল ৯ টায় (বাংলাদেশ সময় রাত ৮টা)। তবে, এর আগেই ট্রেইলার ফাঁস হয়ে যায়। এর ফলে নিজস্ব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গেইমের পুরো ট্রেইলার প্রকাশ করতে বাধ্য হয় রকস্টার।
এ ট্রেইলারে বেশ কিছু তথ্য নিশ্চিত হওয়া গেছে, যার সঙ্গে মিল রয়েছে গত দুই বছরে গেইমটি নিয়ে ফাঁস হওয়া বিভিন্ন তথ্যেরও। এর মধ্যে রয়েছে ‘ভাইস সিটি’ (জিটিএ সিরিজের চতুর্থ সংস্করণ, যা গেইমের অভাবনীয় সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছিল) সেটিংও।
৬০’র দশকের কুখ্যাত মার্কিন অপরাধী যুগল বনি ও ক্লাইডের প্রেক্ষাপটে গেইমের গল্প নির্মিত হওয়ার পাশাপাশি সিরিজে প্রথমবারের মতো মূল চরিত্রে দেখা যাবে এক নারীকে।
ট্রেইলারে দেখা গেছে, গেইমটি বাজারে আসবে ২০২৫ সালে।
পরবর্তীতে, সোমবারের শেষ বেলায় দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে রকস্টার নিশ্চিত করেছে, গেইমটির পিএস৫ ও এক্সবক্স সিরিজ এক্স/এস সংস্করণও একইসঙ্গে প্রকাশিত হবে।
গেইম সিরিজটির নতুন সংস্করণ তৈরি করতে ১০ বছর লেগে গেলেও অনেকেই ধরে নিয়েছিলেন, জিটিএ ৬’র প্রথম ট্রেইলারে সম্ভবত কেবল রোমান ভাষায় ছয় সংখ্যাটি দেখানো হবে, যা গেইমের আলোচনা ও জল্পনা-কল্পনাকে আরও বেশি উস্কে দেবে।
তবে, সৌভাগ্যক্রমে গেইমের ট্রেইলারে মিলেছে এর চেয়েও বেশি তথ্য। এর মধ্যে রয়েছে জিটিএ মানদণ্ডের বিভিন্ন রেসিং কার, বেপরোয়া গুলি চালানো, অবৈধ উপায়ে পাওয়া অর্থের ফুলঝুরি ও মার্কিন ধাঁচের ভোগ বিলাস।
গেইমের দৃশ্যপটের সঙ্গে মিল পাওয়া যায় ভাইস সিটি’র, যা যুক্তরাষ্ট্রের মায়ামি শহরের কাল্পনিক সংস্করণ।
এ ট্রেইলারে মূল মনযোগ ছিল লুসিয়া নামে এক নারী চরিত্রের ওপর। ট্রেইলারের শুরুতে লুসিয়াকে দেখা যায় কারাগারের পোশাক পরিহিত অবস্থায়, যিনি জেল থেকে ছাড়া পাওয়ার পর তার প্রেমিককে সঙ্গে নিয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন।
এমনকি জিটিএ ৬’র প্রেস রিলিজেও গেইম নিয়ে খুবই সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে।
“গ্র্যান্ড থেফট অটো ৬ লিওনিডা নামের অঙ্গরাজ্যের প্রেক্ষাপটে তৈরি, যেখানে রয়েছে ভাইস সিটি’র মতো নিয়ন-সিক্ত রাস্তা। এ ছাড়া, এখন পর্যন্ত সিরিজের সবচেয়ে বড় বিবর্তনের ঘটনাও দেখা যাবে গেইমটিতে।” --বলেছে রকস্টার।
গেইমটির প্রথম ট্রেইলার প্রকাশের আগে বেশ কয়েকবার এর বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। এ বছরের শুরুতে গেইমটির নির্মাণাধীন পর্যায়ের ৯০টি ভিডিও ফুটেজ ফাঁস করেন যুক্তরাজ্যের এক কিশোর।
এ সপ্তাহে টিকটকে প্রকাশিত এক ভিডিও দেখা গেছে, যেটি রকস্টারের এক কর্মীর সন্তান ফাঁস করেছিলেন বলে দাবি রয়েছে। ওই ভিডিও’তে কম্পিউটার মনিটরে গেইমের সেটিংয়ের ওয়াইড শট দেখতে পাওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
বহুল প্রতীক্ষিত গেইমটির প্রথম ট্রেইলার রকস্টারের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার পরপরই আলোড়ন তুলেছে। ছয় ঘণ্টার মধ্যেই এর ভিউ তিন কোটি ৭০ লাখ ছাড়িয়ে গেছে। এমনকি ইউটিউবের ট্রেন্ডিংয়েও দুই নাম্বারে অবস্থান করছে ট্রেইলারটি।