Published : 20 Jun 2024, 03:19 PM
সম্প্রতি নতুন এআই কোম্পানির ঘোষণা দিলেন চ্যাটজিটিপির নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান বিজ্ঞানী ইলিয়া সুটস্কেভার।
সুটস্কেভার নিরাপত্তার দিকে মনোযোগ দিতে একটি নতুন এআই কোম্পানি শুরু করছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।
বুধবার এক পোস্টে ‘সেইফ সুপারইন্টেলিজেন্স ইনকর্পোরেটেড (এসএসআই)’ নামের নতুন কোম্পানি প্রকাশ্যে এনেছেন সুটস্কেভার। এ কোম্পানিটি তৈরির উদ্দেশ্য ‘একটি লক্ষ্য ও একটি পণ্য’, যা একটি নিরাপদ ও শক্তিশালী এআই সিস্টেম তৈরি করবে।
এ ঘোষণায় এসএসআই’কে একটি স্টার্টআপ হিসেবে বর্ণনা করা হয়েছে, যেখানে ‘নিরাপত্তা ও সক্ষমতাকে এক সুতোয় বেঁধে’ সুরক্ষার বিষয়কে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি কোম্পানিটি দ্রুত এর এআই সিস্টেমকেও এগিয়ে নিয়ে যাবে।
I am starting a new company: https://t.co/BG3K3SI3A1
— Ilya Sutskever (@ilyasut) June 19, 2024
ওপেনএআই, গুগল ও মাইক্রোসফটের মতো কোম্পানিতে নানা চাপের মধ্যে রয়েছে এমন বিভিন্ন এআই দলকেও এতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে স্টার্টআপটি।
এসএসআই বলেছে, কোম্পানিটির ‘একমাত্র নজর’ এআইকে ‘পরিচালনা করতে এর মাথার উপরে থাকা চাপ বা পণ্য চক্রের মাধ্যমে তৈরি বিভ্রান্তি’ এড়ানো।
“আমাদের এ ব্যবসায়িক মডেলের মানে সুরক্ষা, নিরাপত্তা ও অগ্রগতি সবকিছুই স্বল্পমেয়াদী বাণিজ্যিক চাপ থেকে সুরক্ষিত থাকবে,” ঘোষণায় উল্লেখ রয়েছে।
“এইভাবে আমরা এআইকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে পারি।”
সুটস্কেভার ছাড়াও এই স্টার্টআপটিতে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের সাবেক এআই লিড ড্যানিয়েল গ্রস ও ওপেনএআইয়ের প্রযুক্তি কর্মী ড্যানিয়েল লেভি।
গত বছর ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ নেন সুটস্কেভার। গত মে মাসে ওপেনএআই থেকে বিদায় নেন সুটস্কেভার। সে সময় এক নতুন প্রকল্প শুরুরও ইঙ্গিত দেন তিনি।
সুটস্কেভারের চলে যাওয়ার অল্প সময়ের মধ্যেই ওপেনএআইয়ের এআই গবেষক জ্যান লেইকও কোম্পানিটি থেকে পদত্যাগ করেন। পদত্যাগের ঘোষণায় লেইক বিভিন্ন সুরক্ষা প্রক্রিয়ার কথা উল্লেখ করে বলেছিলেন, ওপেনএআই নিরাপত্তার চেয়ে ‘চকচকে নতুন জিনিস’ রাখার দিকেই বেশি প্রাধান্য দেয়।
সবশেষ ওপেনএআইয়ের নীতি গবেষক গ্রেচেন ক্রুগারও নিজের পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করেছিলেন।