পুলিশ বলেছে, দেশটির ম্যাসাচুসেটস, ওয়াশিংটন ও সাউথ ক্যারোলাইনায়ও টেসলা গাড়ির ক্ষতির খবর পাওয়া গেছে।
Published : 18 Mar 2025, 05:23 PM
আয়ারল্যান্ডের রাজধানী শহর বেলফাস্টের বাউচার রোডে টেসলার এক ডিলারের শোরুমে প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
‘পুলিশ সার্ভিস অফ নর্দার্ন আয়ারল্যান্ড’ বা পিএসএনআই বলেছে, রোববার শহরের দক্ষিণে বাউচার রোড এলাকায় এই ঘটনা ঘটে।
বেশিরভাগ গাড়ির দরজার আয়না ভেঙে বা কোনো শোরুমের জানালা ভেঙে গেছে ও কিছু গাড়ির গায়ে আঘাতের কারণে গর্ত দেখা গেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।
ভাঙচুরের ঘটনার বিবৃতিতে কোনো সন্দেহজনকের নাম বা কথা উল্লেখ করেনি পুলিশ। এ ঘটনায় তাদের সাহায্যের জন্য প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
স্কাই নিউজ লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য স্থানে বিক্ষোভ ও ভাঙচুরের টার্গেটে পরিণত হয়েছে টেসলা ব্র্যান্ড।
ট্রাম্পের একজন ঘনিষ্ঠ বন্ধু ও সমর্থক মার্কিন বিলিয়নেয়ার ব্যবসায়ী ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর মালিক মাস্ক। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় লাখ লাখ ডলার অনুদানও দিয়েছেন তিনি।
‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ বা ডিওজিই-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয় কমানোর প্রচেষ্টায় নেতৃত্বও দিচ্ছেন মাস্ক, যার মধ্যে রয়েছে বেশিরভাগ ফেডারেল কর্মীদের পেছনে করা খরচ ছাঁটাইয়ের পরিকল্পনা।
যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যের পুলিশ বলছে, গত সপ্তাহে টেসলার একটি শোরুমে ‘এক ডজনেরও বেশি’ গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আর এ ঘটনার এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো টেসলাকে টার্গেট করা হলো।
এদিকে, যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে টেসলার চারটি সাইবারট্রাক আগুনে পুড়ে গেছে। তবে এটি কোনও অগ্নিসংযোগের ঘটনা কি না তা বলেনি পুলিশ।
তারা বলেছে, দেশটির ম্যাসাচুসেটস, ওয়াশিংটন ও সাউথ ক্যারোলাইনায়ও টেসলা গাড়ির ক্ষতির খবর পাওয়া গেছে।
বিক্রি বাড়াতে ও ব্র্যান্ডটিকে সমর্থন দিতে ট্রাম্প গত সপ্তাহে হোয়াইট হাউসের সামনে একটি টেসলা গাড়ি কেনার ঘোষণা দেন। এমনকি পুরো টেসলা ব্রান্ডটিকেও কিনে নেওয়ার কথা বলেন তিনি।
সাম্প্রতিক সময়ে টেসলার শেয়ারের দাম কমেছে ১৫ শতাংশ, যা ডিসেম্বরে শীর্ষে ওঠার পর থেকে কোম্পানিটির শেয়ারের দাম অর্ধেকেরও কম।