চীনের বিরুদ্ধে এআই প্রতিযোগিতার এক ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে’ যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত আধিপত্যকে ধরে রাখার উপায় হিসাবে এই জোট গঠন করেছে কোম্পানি দুটি।
Published : 06 Dec 2024, 02:49 PM
সামরিক অ্যাপের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিকাশের লক্ষ্যে মার্কিন প্রতিরক্ষা স্টার্টআপ ‘অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ’-এর সঙ্গে চুক্তি করেছে চ্যাটজিপিটি’র নির্মাতা ওপেনএআই।
বুধবার এক বিবৃতিতে কোম্পানি দুটি বলেছে, “উদীয়মান মানবহীন সিস্টেম ও প্রচলিত মানুষ চালিত প্ল্যাটফর্ম উভয়ের কাছ থেকেই ক্রমাগত হুমকির মুখে পড়তে হচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনীদের। আর এ ধরনের সিস্টেম ও প্লাটফর্ম ধ্বংসযজ্ঞ চালাতে পারে, অবকাঠামোর ক্ষতি করতে পারে, এমনকি কেড়ে নিতে পারে মানুষের জীবনও।”
“তাই দেশের কাউন্টার-আনম্যানড এয়ারক্রাফ্ট সিস্টেম বা সিইউএএস ও রিয়েল-টাইমে ঘটতে পারে এমন প্রাণঘাতী বিমান হামলা শনাক্ত, মূল্যায়ন ও এর প্রতিক্রিয়া জানাতে এসব সিস্টেমের সক্ষমতার উপর নজর দেবে অ্যান্ডুরিল ও ওপেনএআইয়ের এই কৌশলগত অংশীদারিত্ব।”
চীনের বিরুদ্ধে এআই প্রতিযোগিতার এক ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে’ আমেরিকান প্রযুক্তিগত আধিপত্যকে সুরক্ষিত রাখার উপায় হিসাবে এই জোট গঠন করেছে কোম্পানি দুটি। তবে নিজেদের এই চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ করেনি তারা।
এ অংশীদারিত্ব বিশ্বের সবচেয়ে মূল্যবান এআই কোম্পানি ও মার্কিন প্রধান প্রতিরক্ষা স্টার্টআপ অ্যান্ডুরিল’কে একত্র করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
স্টার্টআপটি মূলত ড্রোন, সামরিক কাজে ব্যবহৃত সফটওয়্যার ও সেন্সর টাওয়ার তৈরি করে। যার ফলে আগত বিভিন্ন ড্রোনের হামলাকে আগে থেকে শনাক্ত করা যায়।
এর আগে সামরিক কাজে নিজেদের প্রযুক্তির ব্যবহার নিষিদ্ধ করেছিল ওপেনএআই। তবে কিছু সামরিক সহযোগিতার জন্য জানুয়ারিতে তাদের নির্দেশিকা পরিবর্তন করে কোম্পানিটি।
ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক বিবৃতিতে ওপেনএআই বলেছে, অ্যান্ডুরিল-এর সঙ্গে বিকাশ করা এই প্রযুক্তিটি কেবল প্রতিরক্ষা অ্যাপ্লিকেশনেই ব্যবহার করা হবে।
এর পাশাপাশি ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেছেন, “এ প্রযুক্তি যাতে দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে বজায় রাখতে পারে তা নিশ্চিত করবে তার কোম্পানি।”
নভেম্বরে ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী কোম্পানি অ্যানথ্রোপিক ঘোষণা করেছিল, মার্কিন প্রতিরক্ষা বিভাগকে এআই পরিষেবা দিতে অ্যামাজন ও প্যালান্টির’র সঙ্গে অংশীদারিত্ব করবে তারা।
এসব চুক্তি রক্ষণশীল রাজনীতি, বড় প্রযুক্তি কোম্পানি ও সামরিক প্রযুক্তির মধ্যে তৈরি হওয়া উঠতি সম্পর্ককেও তুলে ধরে বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
এদিকে, প্রযুক্তি বিশ্বে ডোনাল্ড ট্রাম্পের একজন সোচ্চার সমর্থক অ্যান্ডুরিল-এর সহ-প্রতিষ্ঠাতা পালমার লাকি। একইসঙ্গে ইলন মাস্কেরও ঘনিষ্ঠ তিনি।