আগের দিনের চেয়ে সামান্য কমে বুধবার লেনদেন হয়েছে ৪২৭ কোটি ১৩ লাখ টাকা।
Published : 19 Feb 2025, 04:33 PM
থেমে থেমে উত্থানের মধ্যে দিয়ে চলা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক এক ধাক্কায় ১০ পয়েন্ট নেমে গেছে আগের দিনের চেয়ে।
বুধবার সকালটাও শুরু হয়েছিল সূচকের উত্থানে; কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। লেনদেনের বেশিরভাগ সময়ই বিক্রির চাপ থাকায় শেষ বেলায় সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্টের বেশি কমে ৫ হাজার ১৯২ পয়েন্টে স্থির হয়।
এ বাজারের প্রধান সূচক ডিএসইক্স আগের দিন ৫ হাজার ২০৩ পয়েন্ট।
আগের দিনের কমে বুধবার লেনদেন হয়েছে ৪২৭ কোটি ১৩ লাখ টাকা। আগের দিন লেনদেন ছিল ৫৯৯ কোটি ৩৭ লাখ টাকা।
ডিএসইতে মোট লেনদেনের মধ্যে ব্লক মার্কেটে ২৪টি প্রতিষ্ঠানের ২৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
গত ৩০ জানুয়ারি থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে কিছুটা গতি পেতে শুরু করে। মূল্যসূচক ৫ হাজার ১১১ থেকে উঠতে শুরু করে। মাঝে মাঝে পতন দেখা দিলেও হারানো দিনের চেয়ে সূচক এগিয়েছিল বেশি। গত ১৩ ফেব্রুয়ারি সূচক সর্বোচ্চ ৫ হাজার ২০১ পয়েন্টে উঠেছিল।
বেশকিছু দিন বিরতি দিয়ে ডিএসইর লেনদেনে প্রথম অবস্থান ফিরে পেয়েছে ওষুধ ও রসায়ন খাত। এরপই রয়েছে ব্যাংক ও বস্ত্র খাতের শেয়ার। অধিকাংশ শেয়ারের দর পতনের দিনেও এ খাতটির বিনিয়োগকারীরা বুধবারও মুনাফা দেখেছেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ১০৩টির, কমেছে ২২৮টির। প্রতিষ্ঠান ও ফান্ড মিলিয়ে মিলিয়ে আগের দরে লেনদেন হয় ৬৭টির।
দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে ইনটেক লিমিটেড, শাইনপুকুর সিরামিকস ও ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
অন্যদিকে দর হারানোর শীর্ষে চলে আসে মিডল্যান্ড ব্যাংক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও নিউ লাইন ক্লোথিংস লিমিটেড।