আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা বলছে ব্যাংকটি।
Published : 13 Jun 2024, 11:42 AM
আদালতের আদেশে বার্ষিক সাধারণ সভা স্থগিত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক।
বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জের একটি হোটেলে ওই সভা হওয়ার কথা ছিল। তবে ৩০ জুন পর্যন্ত এজিএম স্থগিত করে বুধবার হাই কোর্টের একটি বেঞ্চ আদেশ দেয়।
একই সঙ্গে শারীরিক উপস্থিতিতে এজিএমের জন্য করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে।
এর আগে গত ২ মে ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের জন্য বিনিয়োগকারীদের ১১ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন পেতে বৃহস্পতিবার এজিএম ডাকা হয়েছিল।
এনআরবিসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা রাতেও কোনো আদেশ পাইনি। যেহেতু জানতে পেরেছি, তাই উচ্চ আদালতে এসেছি।
“ব্যাংকের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আজকের (বৃহস্পতিবার) এজিএমের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’’