বিএসইসির মুখপাত্র ও পরিচালক ফারহানা ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, ‘‘পুঁজিবাজারের সার্বিক সংস্কারের বিষয়ে সভায় অংশ নেয়া নির্বাহীরা তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।’’
Published : 30 Sep 2024, 10:50 PM
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ‘সংস্কারের রোডম্যাপ’ ঠিক করতে ডাকা প্রথম দিনের সভায় ৯টি বিষয়ে নিয়ে আলোচনা করেছেন অংশ নেয়া ছয় সংস্থার নির্বাহীরা।
পুঁজিবাজারে ব্যাপক অনিয়ম ও কারসাজির অভিযোগ এবং টানা দরপতনের মধ্যে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কার্যালয়ে এই বৈঠক হয়।
আড়াই ঘণ্টাব্যাপী আলোচনা ছয় সংস্থার শীর্ষ নির্বাহীদের কথা শোনেন বিএসইসির নেতৃত্বে আসা খন্দকার রাশেদ মাকসুদ কমিশন।
সভার আলোচনার বিষয়ে জানতে চাইলেও অংশ নেওয়া কোনো শীর্ষ নির্বাহী নাম প্রকাশ করে কিছু বলতে রাজি হননি।
একজন নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেন, ‘‘আমিসহ সব সংস্থা থেকে আসা প্রতিনিধিরা বিভিন্ন প্রস্তাব দিয়েছেন, যার প্রায় সবগুলো বাজারে আলোচিত।
“নতুন কয়েকটি বিষয় এসেছে। সংস্কারের প্রস্তাবনাগুলোর একটি সারমর্ম তৈরি করা হবে বলে নিশ্চিত করেছেন কমিশন চেয়ারম্যান।’’
আলোচনার বিষয়ে জানতে চাইলে বিএসইসির মুখপাত্র ও পরিচালক ফারহানা ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, ‘‘পুঁজিবাজারের সার্বিক সংস্কারের বিষয়ে সভায় অংশ নেয়া নির্বাহীরা তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।’’
কোন ৯ বিষয়ে আলোচনা- এই প্রশ্নে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এর সংস্কার, রেগুলেটরি কমপ্লায়েন্স ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ, প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকায়ন, পুঁজিবাজারে পণ্য ও বাজার উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বিনিয়োগ শিক্ষার প্রসার ও ব্যাপ্তি বৃদ্ধি, বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, পুঁজিবাজারে কর্মরত পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধিতে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, বাজারের বৈচিত্র্য আনতে নতুন পণ্য আনা, সর্বোপরি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং পুঁজিবাজারের গঠনমূলক ও টেকসই সংস্কারের কথা তুলে ধরেন তিনি।
সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, মতবিনিময় সভায় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, আলী আকবর ও ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন।
সভায় দেশের পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একসঙ্গে এবং সহযোগী হিসেবে কাজ করার বিষয়ে একমত হন বলেও এতে উল্লেখ ছিল।
বৈঠকে অংশ নেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই, চিটাগং স্টক এক্সচেঞ্জ-সিএসই, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড-সিডিবিএল, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড-সিসিবিএল, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট-বিআইসিএম, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস-বিএএসএম ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড-সিএমএসএফ এর শীর্ষ নির্বাহীরা।
গত শনিবার সাপ্তাহিক সরকারি ছুটির দিনে বিজ্ঞপ্তি দিয়ে বিএসইসি জানিয়েছে, ‘‘পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের রোডম্যাপ প্রস্তুতে পুঁজিবাজারের সকল অংশীজনদের সাথে বিএসইসি মতবিনিময় সভা করার সিদ্ধান্ত নিয়েছে।
‘‘মতবিনিময় সভার মাধ্যমে বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সহযোগী সংগঠনসমূহের শীর্ষ প্রতিনিধিবৃন্দের সাথে পুঁজিবাজারের সার্বিক সংস্কারের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং তাদের মতামত নেওয়া হবে।’’
সংলাপের দ্বিতীয় দিন অংশ নেবে দ্বিতীয় দিনে ব্রোকার-ডিলারদের সংগঠন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন-ডিবিএ, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন-বিএমবিএ, অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ড-এএএমসিএমএফ, অ্যাসোসিয়েশন অব ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ-এসিআরএবি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ-বিএপিএলসি, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল-এফআরসি ও ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ-আইসিএবি।
কিন্তু বিএসইসির সংস্কারের আলোচনার তালিকায় রাখা হয়নি পুঁজিবাজারের সবচেয়ে বড় বিনিয়োগ প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-আইসিবিকে।
আরও পড়ুন-
পুঁজিবাজারের সংস্কার নিয়ে 'তড়িঘড়ির আলোচনায়' লাভ কী?