প্রথম প্রান্তিকে মুনাফার খরচে লাফ দিয়েছে গত অর্থবছরে লোকসান দেওয়া মিউচুয়াল ফান্ডের ইউনিট
Published : 31 Oct 2024, 06:33 PM
টানা দরপতনের মধ্যে পর পর তিনদিন সূচক বাড়ল পুঁজিবাজারে, এতে বিনিয়োগকারীদের ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে। তবে লেনদেন রয়ে গেছে পাঁচশ কোটি টাকার ঘরেই, যেটি নির্দেশ করে এখনও বাজারকে পর্যবেক্ষণে রেখেছেন তারা।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইর সার্বিক মূল্যসূচক ডিএসইএক্সে যোগ হয় ৩৪ পয়েন্ট। তিনদিনের উত্থানে সব মিলিয়ে ৩০০ পয়েন্ট ফিরে পেল ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসইর প্রধান সূচক। এতে তিন দিনে বাজার মূলধন ফিরেছে ২১ হাজার ৭১৮ কোটি টাকা।
তাৎক্ষণিক সমাধানযোগ্য সংকটগুলো সমাধানের প্রতিশ্রুতি ও বাজার নিয়ে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের তিন ধরনের পরিকল্পনার কথা ঘোষণার পরের দিন বৃহস্পতিবার বাজারের এই চিত্র দেখা গেছে।
এদিন তালিকাভুক্ত ৩৭টি মিউচুয়াল ফান্ডেরই ইউনিট দর বেড়েছে। আগের দিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে বৈঠকে অর্থ উপদেষ্টা মিউচুয়াল ফান্ডের উন্নয়ন নিয়ে কথা বলেছিলেন। পাশাপাশি প্রথম প্রান্তিকে ফান্ডগুলো মুনাফার তথ্য দিচ্ছে। এতে আগ্রহী হচ্ছেন বিনিয়োগকারীরা।
ব্যাংক, বীমা, বস্ত্র, ওষুধ ও রসায়ন এবং প্রকৌশল খাতেও বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে।
লেনদেনে অংশ নেয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের দর বেড়েছে ২১২টির, কমেছে ১৫১টির আর আগের দরে লেনদেন শেষ করে ৩৪টি কোম্পানি।
সর্বোচ্চ ১০৯ কোটি ৪০ লাখ টাকার লেনদেন করে ডিএসইতে প্রথম অবস্থানে ফিরে এসেছে ওষুধ ও রসায়ন খাত। একক খাত হিসেবে যা ডিএসইর মোট লেনদেনের ২০ দশমিক ১৭ শতাংশ।
এর পরই ১৬ দশমিক ২১ শতাংশ বা ৮৭ কোটি ৯৪ লাখ টাকা লেনদেন করে ব্যাংক খাতের খাতের প্রতিষ্ঠানগুলো। তৃতীয় অবস্থানে থাকা বস্ত্র খাতের অবদান ছিল ৮ দশমিক ৭৮ শতাংশ বা ৪৭ কোটি ৬০ লাখ টাকার।
দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে শীর্ষ দর বৃদ্ধি কোম্পানির তালিকায় উঠে এসেছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি পর্যায়ে যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসি।
ডিএসইর তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর গত ৫২ বছরের ইতিহাসে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ২৪৯ কোটি ৬৯ লাখ টাকার মুনাফা করেছে। রেকর্ড মুনাফায় বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পর্ষদ। লভ্যাংশ ঘোষণা থাকায় শেয়ারটি হাতবদলে কোনো সার্কিট ব্রেকার ছিল না।
আগের দিনের চেয়ে ১৩ টাকা বা ১৯ দশমিক ২০ শতাংশ দর বেড়ে শেয়ারটি স্থির হয়েছে ৮০ টাকা ৭০ পয়সায়।
তালিকায় এরপরই ১০ শতাংশ দর বৃদ্ধি পায় আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডটির।
১০ শতাংশের কাছাকাছি দর বৃদ্ধি পেয়েছে জেনেক্স ইনফোসিস, হামি, ওরিয়ন ফার্মা, অ্যাসোসিয়েট অক্সিজেন, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স, গ্লোবাল হেডি কেমিক্যালস, সোনারবাংলা ইন্স্যুরেন্স এর, এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, মাইডাস ফাইন্যান্সিং, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিএনএ টেক্সটাইলসের।
অন্যদিকে অন্যদিকে ক্লোজিং প্রাইস বিবেচনায় শেয়ার দর হারানো প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ দশটিতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। শেয়ারটি দর হারিয়েছে ৫ দশমিক ৮ শতাংশ। ৫ থেকে সাড়ে ৫ শতাংশ দর হারায় নর্দার্ন জুট, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ও এনভয় টেক্সটাইল।
৪ শতাংশের উপরে দর হারায় বিডি ফাইন্যান্স, ন্যাশনাল টি কোম্পানি, এশিয়াটিক ল্যাবরেটোরিজ, বিআইএফসি, ইফাদ অটোস ও শ্যামপুর সুগার।