কমিটিকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
Published : 09 Sep 2024, 09:31 PM
ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত দুই মিউচুয়াল ফান্ডের অর্থ বিনিয়োগের ‘অনিয়ম’ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার কমিশনের তিন কর্মকর্তাকে নিয়ে কমিটিকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ফান্ড দুটি হল- ইনভেস্টএশিয়া গ্রোথ ফান্ড ও ইনভেস্টএশিয়া ব্যালেন্স ইউনিট ফান্ড।
এ দুটি বেমেয়াদী মিউচুয়াল ফান্ড পরিচালনা করে ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।
ফান্ড দুটির ট্রাস্টি সেন্টিনেল ট্রাস্টি অ্যান্ড কাস্টোডিয়াল সার্ভিসেস লিমিটেড (এসটিসিএসএল)।
তদন্ত কমিটিতে রয়েছেন-বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, উপ-পরিচালক রফিকুন্নবী ও সহকারী পরিচালক সাকিল আহমেদ।
তদন্ত কমিটি গঠনের আদেশে বলা হয়েছে, পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মিউচুয়াল ফান্ড দুটি নেওয়া অর্থ কোথাও বেআইনিভাবে বিনিয়োগ করা হয়েছে কি না সেটি দেখবে কমিটি।