এদিন হাতবদল হয় ৪২১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার।
Published : 02 Mar 2025, 03:47 PM
রোজার প্রথম দিনেই ১০ পয়েন্ট সূচক হারিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই।
এতে রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে এই বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ২৩৬ দশমিক ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
গত সপ্তাহের শেষ কর্মদিবস ২৭ ফব্রুয়ারি এই সূচক ছিল ৫ হাজার ২৪৭ পয়েন্ট।
টানা ছয় দিন উত্থানে থাকার পর পতন দেখল ডিএসই। গত ছয়দিনে সূচকে যোগ হয়েছিল ৫৫ পয়েন্ট। সবশেষ গত ১৯ ফেব্রুয়ারি আগের দিনের চেয়ে ১১ পয়েন্টে কমেছিল ডিএসই মূল্য সূচক।
রোজার মাসে পুঁজিবাজারে লেনদেন কমে যাওয়া ও সূচকের ওঠানামা স্বাভাবিক হিসেবেই ধরে নিয়েছেন বিনিয়োগকারীরা।
২০২৪ সালেও প্রথম রোজা অর্থাৎ গত ১২ মার্চ ডিএসই সূচক ৫২ পয়েন্ট কমে হয়েছিল ৬ হাজার ৬ পয়েন্ট । তার আগের দিন সূচক ছিল ৬ হাজার ৫৮ পয়েন্ট।
রোজায় লেনদেনের সময় কমে আসায় রোববার ঢাকার পুঁজিবাজারে আগের দিনের চেয়ে কিছুটা কমে হাতবদল হয় ৪২১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার।
২৭ ফেব্রুয়ারি লেনদেন হয় ৪৮৭ কোটি ৮৫ লাখ টাকা।
রোববার সকালে লেনদেন শুরু হলে প্রথম ঘণ্টায় কিছুটা উঠেছিল সূচক। বিক্রির চাপ বেড়ে যাওয়ায় সূচক শেষ বেলায় আর ঘুরে দাঁড়াতে পারেনি। দর সংশোধন হতে হতে ১০ পয়েন্ট হারিয়ে লেনদেন শেষ করে।
শেয়ার দর বৃদ্ধির চেয়ে হারানো প্রতিষ্ঠানের সংখ্যা বেশি ছিল এদিন।
ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৮৪টির। প্রতিষ্ঠান ও ফান্ড মিলিয়ে মিলিয়ে আগের দরে লেনদেন হয় ৬৭টির।
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধির দিনে ফের লেনদেনে শীর্ষ অবস্থানে ফিরেছে বস্ত্র খাত। ডিএসইর মোট লেনদেনের ১৩ দশমিক ৫৯ শতাংশ বা ৫৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার হাতবদল করে বস্ত্রখাতের প্রতিষ্ঠান। এরপরই ওষুধ ও রসায়ন এবং প্রকৌশল খাত।
দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষে উঠে আসে এইচ আর টেক্সটাইলস, বিডি অটোকারস ও স্টাইল ক্র্যাফটস।
অন্যদিকে ক্লোজিং প্রাইস বিবেচনায় শেয়ার দর হারানোর শীর্ষে চলে আসে শাইনপুকুর সিরামিকস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ও এডিএন টেলিকম।