শুরুর উত্থানে ১৯ মিনিটের মাথায় ডিএসইএক্স পৌঁছায় ৫ হাজার ৩৭৮ পয়েন্টে। মিনিট পাঁচেক পর শুরু হয় পতন।
Published : 03 Jul 2024, 12:24 PM
সপ্তাহের তৃতীয় কর্মদিবসের শুরুতে ঢাকার পুঁজিবাজারের সূচকে লাফ দেখা গেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লেনদেন চলছে উত্থান-পতনের মধ্য দিয়ে।
বুধবার সকাল ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয় সূচকের ঘরে আগের দিনের ৫ হাজার ৩৪০ পয়েন্ট নিয়ে। শুরুর উত্থানে ১৯ মিনিটের মাথায় ডিএসইএক্স পৌঁছায় ৫ হাজার ৩৭৮ পয়েন্টে।
মিনিট পাঁচেক পর শুরু হয় পতন। নামতে নামতে ১১টা ২০ মিনিটে সূচক নেমে আসে আগের দিনের চেয়েও নিচে, ৫ হাজার ৩৩৯ পয়েন্টে।
তবে এরপর সূচক আবার কিছুটা ঊর্ধ্বমুখী হয়। বেলা ১২টায় ডিএসইএক্স ৫ হাজার ৩৫১ পয়েন্টে পৌঁছায়। ১২টা ১০ মিনিটে সূচকে ছিল ৫ হাজার ৩৪৯ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেশি।
ওই সময় পর্যন্ত ২২১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। ২০৭টি শেয়ারের দর বাড়ে, ১১৬টির কমে যায় এবং ৬৭ কোম্পানির শেয়ার আগের দরে লেনদেন হচ্ছিল।
আগের দিন মঙ্গলবার ডিএসইতে মোট ৪৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।