তৃতীয় প্রান্তিকেও আরও ১২ লাখ নতুন গ্রাহক যুক্ত হওয়ায় অপারেটরটির মোট গ্রাহক এখন ৫ কোটি ৭৬ লাখ।
Published : 26 Oct 2023, 08:56 PM
ডেটার ব্যবহার বাড়ায় বছরের তৃতীয় প্রান্তিকে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার সব আর্থিক সূচকে প্রবৃদ্ধি হয়েছে।
বৃহস্পতিবার গুলশানে রবির করপোরেট অফিসে গ্রাহক বিচারে দেশের দ্বিতীয় বৃহত্তম অপারেটরটির সবশেষ জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
মোবাইল অপারেটরটি জানিয়েছে, এ প্রান্তিকে রবি রেকর্ড দুই হাজার ৫৪৩ কোটি টাকা আয় করেছে। এসময়ে কর-পরবর্তী মুনাফা হয়েছে ১০৬ কোটি টাকা। গত বছরের একই প্রান্তিকের তুলনায় চলতি প্রান্তিকে আয় বেড়েছে ১৫ দশমিক ২ শতাংশ; ডেটা থেকে রাজস্ব বেড়েছে ৩৩ দশমিক ৯ শতাংশ।
অপরদিকে আগের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) তুলনায় তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় শূন্য দশমিক ১ শতাংশ বেড়েছে এবং ডেটা আয় বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ব্যবসার সার্বিক পরিস্থিতি তুলে ধরে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি বলেন, “নেটওয়ার্ক উন্নয়নে ক্রমাগত বিনিয়োগের ফলে রবির ওপর গ্রাহকের আস্থা বেড়ে চলছে, যার প্রমাণ এই প্রান্তিকে আমাদের সাথে নতুন করে যোগ হয়েছেন ১২ লাখ গ্রাহক। দৃঢ় আর্থিক ভিত্তি, ৪জি নেটওয়ার্কে উল্লেখযোগ্য বিনিয়োগ এবং ব্যতিক্রমী উদ্ভাবনী সেবার মাধ্যমে আমরা সফলতার সাথে এগিয়ে যাচ্ছি।"
টেলিযোগাযোগ খাতে সামগ্রিক নীতি সংস্কারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, "স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন প্রক্রিয়া আরও বেগবান করতে এবং ৫-জিসহ প্রযুক্তিগত পরিবর্তনের ধারায় তাল মিলিয়ে চলতে হলে আমাদের সামগ্রিক নীতিমালা ও কর আদায় প্রক্রিয়া সংস্কার করার প্রয়োজন রয়েছে। নিরবচ্ছিন্ন অপটিক্যাল ফাইবার ব্যবস্থাপনা এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ-আমরা আশা করি সরকার ও নিয়ন্ত্রক সংস্থা এখানে গুরুত্বারোপ করবে।"
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, ২৬০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম ব্যবহারের মাধ্যমে রবির ৪জি এখন আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। এ জন্য তৃতীয় প্রান্তিকে ৩৭৪ কোটি ৫০ লাখ টাকা মূলধনী বিনিয়োগ করতে হয়েছে কোম্পানিটিকে।
আলোচ্য প্রান্তিকে ৪৬ দশমিক ৮ শতাংশ মার্জিনসহ রবি'র আর্নিংস বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন ও এমোর্টাইজেশন (ইবিআইটিডিএ) ১ হাজার ১৮৯ কোটি ৭০ লাখ টাকায় দাঁড়িয়েছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ২০ টাকা অথবা ২০ পয়সা। রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে ১ হাজার ৩৬৩ কোটি ৬০ লাখ টাকা, যা তৃতীয় প্রান্তিকে অর্জিত আয়ের ৫৩ দশমিক ৬ শতাংশ।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ১২ লাখ গ্রাহক যুক্ত করার পর মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৭৬ লাখে, যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ৩০ শতাংশ। এই প্রান্তিকে রবি নেটওয়ার্কে মোট ১১ লাখ ডেটা ব্যবহারকারী যুক্ত হয়ে ডেটা ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ৪২ লাখে উন্নীত হয়েছে, যা রবির মোট গ্রাহকের প্রায় ৭৬ দশমিক ৮ শতাংশ।
নেটওয়ার্কে ১৮ লাখ ফোরজি গ্রাহক যুক্ত করার পর রবির ফোরজি ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৪২ লাখে পৌঁছেছে; যা মোট গ্রাহকের ৫৯ শতাংশ। ডেটা ব্যবহারকারীর ৭৬ দশমিক ৮ শতাংশ ফোরজি গ্রাহক। এ প্রান্তিকে রবির ডেটা গ্রাহকরা প্রতি মাসে গড়ে ৬ দশমিক ৬৭ জিবি ডেটা ব্যবহার করেছেন। এ সময়ে রবির মোট রিচার্জের ৪৬ শতাংশ ডিজিটালভাবে সম্পন্ন হয়েছিল।