উপদেষ্টা কমিটির বৈঠকে বেক্সিমকোর কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের এই সিদ্ধান্ত হয়েছিল।
Published : 01 Jan 2025, 05:17 PM
দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বসিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসে মোট ২৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
এর মধ্যে বেক্সিমকো ফার্মা দেশের পুঁজিবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।
এর আগে গত ১০ ডিসেম্বর তালিকাভুক্ত এ তিন কোম্পানিতে বিশেষ নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থাটি।
বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। সরকার পতনের পর থেকেই শ্রমিক অসন্তোষসহ নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এ গ্রুপের কারখানাগুলো।
বেক্সিমকো গ্রুপের পরিচালকদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। ব্যাংক থেকে টাকা পাওয়া বন্ধ হওয়ায় অর্থ সংকটে পড়েছে গ্রুপের কোম্পানিগুলো। বেতন না পেয়ে শ্রমিকরা রাস্তায় নামায় সরকারকে তিন মাসের বেতনের ব্যবস্থা করে দিতে হয়েছে।
বেক্সিমকো গ্রুপের প্রায় ৪০ হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান ঠিক রাখা, আইন-শৃঙ্খলা সামলানো এবং দেশের অর্থনীতির স্বার্থে এসব কোম্পানির ভবিষ্যত নিয়ে সরকারের উপদেষ্টা পর্যায় থেকে একটি কমিটি করা হয়েছে।
সেই কমিটি গ্রুপের কোম্পানিগুলোকে তিন শ্রেণিতে ভাগ করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে মুনাফায় থাকা কোম্পানিগুলো চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় তিন কোম্পানি পরিচালনায় স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হল।
বুধবার বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় (২০২৪ সালের ১১ ডিসেম্বর) সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।”
বুধবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৮১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে। প্রতি শেয়ার ৮১ টাকা ৩০ পয়সা দরে হাতবদল হয়েছে এক লাখ শেয়ার।
ব্লক মার্কেটে কোনো কোম্পানির বড় অঙ্কের শেয়ার হাতবদল ইঙ্গিত দেয় পরিচালনায় নতুন কেউ যুক্ত হচ্ছে।
পরিচালক হলে যারা
বেক্সিমকো ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে ৯ জনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা দুই কোম্পানির বোর্ডেই বসবেন।
তারা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কেমিকেল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক শাহিনুর ইসলাম, বেঙ্গল ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, এম এম রহমান অ্যান্ড কোংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও দি ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউটেন্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালটেন্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটসের সিইও এম নুরুল আলম, ইনফাইনাইজেন্ট কনসালটিং লিমিটেডের চিফ কনসালটেন্ট শেখ নাহার মাহমুদ, সেনা সদর দপ্তরের ৭১ মেকানাইজড ব্রিগেড সাভারের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেন।
তাদের মধ্যে শেখ নাহার মাহমুদ ও সৈয়দ রেজাউল করিম বাদে বাকি সাতজন শাইনপুকুরের বোর্ডেও স্বতন্ত্র পরিচালক হিসেবে বসবেন।
পরবর্তী পর্ষদ সভার তারিখ থেকে তিন বছরের মেয়াদে তাদের সবাইকে নিয়োগ দিয়েছে বিএসইসি।
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান আওয়ামী লীগ সরকারের অত্যন্ত আস্থাভাজন এবং সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
নব্বই দশকের মাঝামাঝিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করা সালমান দেশের ব্যবসায়ী মহলেও ছিলেন প্রতাপশালী একজন।
স্বাধীনতার আগে উত্তাল সময়ে ১৯৭০ সালে নিজের ভাই আহমেদ সোহেল এফ রহমানকে সঙ্গে নিয়ে সালমান গঠন করেন বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড- বেক্সিমকো, যা পরে গ্রুপ হিসেবে ব্যবসা সম্প্রসারণ করে বিভিন্ন খাতে।
ওষুধ, বস্ত্র, আমদানি-রপ্তানি, বিদ্যুৎ ও জ্বালানি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, হোটেল, প্রকৌশল, মিডিয়াসহ নানা খাতে ছড়িয়ে আছে বেক্সিমকো গ্রুপের ব্যবসা।
সরকার পতনের পর সালমানকে হত্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তখন থেকেই বেক্সিমকো গ্রুপের দেড় ডজন কোম্পানির ভবিষ্যত নিয়ে প্রশ্ন তৈরি হয়।
পুরনো খবর:
বেক্সিমকোর বন্ড, বসুন্ধরার কৌশলগত বিনিয়োগসহ ১১ কোম্পানির 'কারসাজি
বেক্সিমকোতে তত্ত্বাবধায়ক বসাল কেন্দ্রীয় ব্যাংক
অচল করতে নয়, বেক্সিমকোকে 'সচল রাখতেই' রিসিভার: গভর্নর
গাজীপুরে বেতনের দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বেতনের দাবিতে বেক্সিমকো শ্রমিকদের দুই দফা সড়ক অবরোধ