৫ ডিসেম্বর নতুন করে পতন শুরুর পর থেকে এক দিনও লেনদেন চারশ কোটির মুখ দেখেনি।
Published : 12 Dec 2024, 06:34 PM
সপ্তাহের শেষ দিনেও ঘুরে দাঁড়াত পারল না ঢাকার পুঁজিবাজার, টানা ছয় দিনের দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক হারাল ১৩৩ পয়েন্ট।
সূচকের ঘরে ৫ হাজার ১২৪ পয়েন্ট দিনে বৃহস্পতিবার লেনদেন শুরু হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। ১৯ পয়েন্ট হারিয়ে দিন শেষে ডিএসইএক্স থেমেছে ৫ হাজার ১০৫ পয়েন্টে।
সর্বশেষ ৪ ডিসেম্বর এ বাজারের প্রধান সূচক ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৮ পয়েন্টে পৌঁছেছিল। তারপর থেকেই পতন চলছে।
বৃহস্পতিবার এ বাজারে ৩৫১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৩০৪ কোটি ২৩ লাখ টাকা। ৫ ডিসেম্বর নতুন করে পতন শুরুর পর থেকে এক দিনও লেনদেন চারশ কোটির মুখ দেখেনি। এর মধ্যে গত সোমবার লেদেন নেমে আসে ২৭৮ কোটি ৬৬ লাখ টাকায়।
খাতভিত্তিক লেনদেনের তথ্য ঘেঁটে দেখা যায়, সদ্য শেষ হওয়া সপ্তাহে ব্যাংক, ওষুধ ও রসায়ন, বস্ত্র ও বীমা খাতের শেয়ারের লেনদেন কমে গেছে। তুলনামূলকভাবে বেশি কমেছে ব্যাংক খাতের শেয়ারের লেনদেন।
ডিএসইতে বৃহস্পতিবার লেনদেনে আসা ৩৯৪টি কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৯৮টির, আগের দিনের দরে লেনদেন হয়েছে ৯১টি শেয়ার।
ক্লোজিং প্রাইস বিবেচনায় দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ওরিয়ন ইনফিউশন, অমরাটেক, ওয়াটা কেমিক্যাল ও ওরিয়ন ফার্মার শেয়ার।
অন্যাদিকে সবচেয়ে বেশি দর হারিয়েছে জুটস্পিনার্স, ইন্টারন্যশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, সোনারগাঁ টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও জিল বাংলা।