লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৫৪৪ কোটি ২৮ লাখ টাকা, যা আগের দিন ছিল ৫২২ কোটি ৪৩ লাখ টাকা।
Published : 24 Feb 2025, 04:51 PM
টানা তিন দিন সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখল দেশের অন্যতম পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট যোগ করে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস শেষে সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৪।
আগের দিন সূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ৫ হাজার ২২৪।
সোমবার লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৫৪৪ কোটি ২৮ লাখ টাকা, যা আগের দিন ছিল ৫২২ কোটি ৪৩ লাখ টাকা।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বড় ধরনের উত্থান দেখা দেয় পুঁজিবাজারে। সেই ধারা সময়ে সময়ে কিছুটা ঢিমে তালে এগোলেও গত নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত টেকসই হয়।
নভেম্বরের শেষ দিকে পুঁজিবাজারের সূচক ও লেনদেনে ফের পতন শুরু হয়। এই ধারা চলে গত ৩০ জানুয়ারি পর্যন্ত।
এরপর থেকে সূচক ধীরে ধীরে উঠতে শুরু করলেও মাঝে মাঝে বড় পতন দেখেন বিনিয়োগকারীরা।
বস্ত্র, ওষুধ ও রসায়ন এবং খাদ্য খাতের কোম্পানির ওপর ভর করে বেড়েছে সোমবারের লেনদেন।
ডিএসইর মোট লেনদেনে সর্বোচ্চ ১০৯ কোটি ১০ লাখ টাকা (২০ দশমিক ৫০ শতাংশ) অবদান রাখে বস্ত্রখাতের শেয়ার।
এদিন লেনদেনে আসা এ খাতের ৬৯ কোম্পানির (৬৯ শতাংশ) শেয়ার দর বৃদ্ধি পায়।
ওষুধ ও রসায়ন খাত ৭৫ কোটি ৬০ লাখ টাকা এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেন ছিল ৬২ কোটি ৮২ লাখ টাকা।
ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনে অংশ নেয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৫৪টির।
দিন শেষে সবচেয়ে বেশি দর বাড়ে কাট্টালি টেক্সটাইল, বসুন্ধরা পেপার মিলস ও দেশবন্ধু পলিমারের।
সবচেয়ে বেশি দর হারায় মেঘনা সিমেন্ট, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।