স্মারকলিপিতে বেশকিছু সুপারিশও করেছে সংগঠনটি।
Published : 15 Sep 2024, 09:55 PM
দেশের পুঁজিবাজারের উন্নয়নে সরকারের কাছে ‘টাস্কফোর্স’ গঠন ও আলোচনায় বসার দাবি করেছে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ প্রতিষ্ঠানের মালিকদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিবিএ।
রোববার অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে দেওয়া একটি স্মারকলিপিতে বেশকিছু সুপারিশও করেছে সংগঠনটি।
অর্থ উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মনে করছি, বাজারে নতুন নতুন চিন্তা আনা দরকার। পৃথিবী অনেক দূরে এগিয়েছে, আমরা এখনও কয়েকটি পণ্য নিয়ে কথা বলছি। বাজারকে বদলানোর সময় হয়েছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করতে।”
বাংলাদেশের পুঁজিবাজার পুঁজি গঠনের উৎস এবং কর্মসংস্থান সৃষ্টির একটি খাত হলেও তা উদ্দেশ্য থেকে অনেক দূরে জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, “দুঃখজনক বিষয় হলো, এই সুদীর্ঘ সময়ে এসেও আমাদের পুঁজিবাজার এখন পর্যন্ত একটি শিল্প, ব্যবসা-বাণিজ্যের খাত হিসেবে এবং একটি সর্ব সাধারণের টেকসই আয়ের খাত হিসাবে তৈরি হয়ে উঠেনি।”
অন্তর্বর্তী সরকার ব্যাংক, অর্থনীতি, সংবিধান প্রভৃতি খাতের সংস্কারে যেভাবে টাস্কফোর্স গঠন করেছ, সেভাবে পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতির জন্যও একটি টাস্কফোর্স গঠনের বিষয়টি বিবেচনা করা হবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।
ডিবিএর সুপারিশ
# পুঁজিবাজার থেকে সুফল পেতে পণ্যের উন্নয়ন বিকাশকরণ, নিয়ম-নীতি প্রণয়নের পাশাপাশি শীর্ষ পর্যায়ে বিচ্যুতি, অপরাধমূলক কার্যক্রম, ইনসাইডার ট্রেডিংয়ের তদন্ত এবং এনফোর্সমেন্টের দায়িত্বে বিএসইসির নিযুক্ত থাকা।
# নিয়ম-নীতি প্রণয়নে উদার কিন্তু ব্যবহার ও বাস্তবায়নে কঠোর হওয়ার আন্তর্জাতিক চর্চা অনুসরণ করা।
# ৫-১০ বছরের জন্য পুঁজিবাজারের কৌশল নির্ধারণ ও পণ্য বিকাশে উদ্যোগ গ্রহণ।
# মার্জিন অ্যাকাউন্ট নীতি সংশোধন, বিনিয়োগকারীবান্ধব মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা, আইপিওর যৌক্তিক মূল্য নির্ধারণ এবং প্রাইভেট ইক্যুইটি, ভেঞ্চার ক্যাপিটাল, ডেরিভেটিভস, ভবিষ্যৎ, বন্ড ট্রেডিং, মর্টগেজ-ব্যাকড সিকিউরিটাইজেশন ইত্যাদি পণ্যের নতুন নীতিমালা প্রণয়ন।
# সরকারের বড় বড় অবকাঠামো প্রকল্পে অর্থায়নে পুঁজিবাজার থেকে নেয়া।
# ‘সঞ্চয়কে বিনিয়োগে’ রূপান্তরিত করার জন্য নতুন পন্থা বের করা।
এসব সুপারিশ নিয়ে আলোচনা করতে একটি সভা আয়োজনের দাবি করেছে সংগঠনটি।