সবশেষ গত ৩ ডিসেম্বর ৫১২ কোটি টাকা লেনদেন হয়েছিল।
Published : 11 Feb 2025, 06:05 PM
লেনদেনের শুরুতে সূচকের যে উত্থান দেখা দিয়েছিল, দিন শেষে সেই ধারাই দেখা গেল দেশের প্রধান পুঁজিবাজারে।
মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৭ পয়েন্ট যোগ হয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়ায় ৫,১৯৫ পয়েন্টে।
দুই মাসেরও বেশি সময় বাদে এদিন লেনদেনের পরিমাণ পাঁচশ কোটি ছাড়িয়ে যায়, মোট লেনদেন হয় ৫১৯ কোটি ৫৫ লাখ টাকার সিকিউরিটজ। এর আগে সবশেষ গত ৩ ডিসেম্বর ৫১২ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছিল।
মঙ্গলবারের লেনদেনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে ব্যাংক খাত। লেনদেন হয় ৮২ কোটি টাকার। এরপরই ছিল বস্ত্র খাত। তারপরের অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত।
ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনে অংশ নেয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৫টির, কমেছে ১১৯টির। প্রতিষ্ঠান ও ফান্ড মিলিয়ে আগের দরে লেনদেন হয় ৬৫টির।
দিন শেষে দর বৃদ্ধির শীর্ষে দশে উঠে আসে এমএল ডাইং, সামিট পাওয়ার, আলহাজ টেক্সটাইল, মীর আখতার, তসরিফা ইন্ডাস্ট্রিজ, রানার অটো, হাক্কানি, এনপলিমার, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স ও নাহি অ্যালুমিনিয়াম।
আর পতনের নিরিখে শীর্ষ তালিকায় আসে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, রেনউইক যজ্ঞেশ্বর, সেন্ট্রাল ফার্মা, জিলবাংলার নাম।