হাই কোর্টের আদেশে স্থগিত হলেও আপিল বিভাগের চেম্বার বিচারেকের আদেশে নির্ধারিত দিনেই হল ব্যাংকটির এজিএম।
Published : 13 Jun 2024, 05:08 PM
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক অবশেষে বার্ষিক সাধারণ সভা-এজিএম সম্পন্ন করতে পেরেছে, সভা থেকে ২০২৩ সালের জন্য ১১ শতাংশ লভ্যাংশ দেওয়ার চূড়ান্ত ঘোষণাও এসেছে।
এনআরবিসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তার সই করা এক বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, একটু দেরিতে শুরু হলেও এজিএম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকার নিকুঞ্জে একটি হোটেলে এজিএম করার প্রস্ততি নেয় এনআরবিসি পরিচালনা পর্ষদ। গৃহীত সিদ্ধান্ত অনুমোদনের জন্য ডাকা হয় বিনিয়োগকারীদেরও।
তবে এক দিন আগে বুধবার এক বিনিয়োগকারীর রিট আবেদনে হাই কোর্টের একটি বেঞ্চ ৩০ জুন পর্যন্ত এজিএম স্থগিত রাখার আদেশ দেয়। একই সঙ্গে শারীরিক উপস্থিতিতে এজিএমের জন্য করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে।
হাই কোর্টের আদেশে এজিএম স্থগিত রাখে ব্যাংকটি, ফলে তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়।
তবে বৃহস্পতিবার সকালেই আপিল বিভাগে যায় এনআরবিসি ব্যাংক। সেখানে এজিএম করার পক্ষে সিদ্ধান্ত পায় তারা।
দুপুর ১টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ওই আদেশ দেন। ফলে কিছুটা দেরিতে হলও পূর্ব নির্ধারিত দিনেই এজিএম সম্পন্ন করতে পেরেছে ব্যাংকটি।
এর আগে ২ মে এনআরবিসির পরিচালক পর্ষদ ২০২৩ সালের জন্য বিনিয়োগকারীদের ১১ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী ১৩ জুন নিকুঞ্জে এজিএম করার স্থান নির্ধারণ করে বিনিয়োগকারীদের তাতে যোগ দেওয়ার আহ্বান করা হয়।
তবে সোনাওয়ার আলী নামে একজন শেয়ার হোল্ডারের করা রিটের পরিপ্রেক্ষিতে বুধবার হাই কোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন এজিএম স্থগিত রাখার আদেশ দেন।
জনসংযোগ কর্মকর্তার বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, নিকুঞ্জে একটি হোটেলে হাইব্রিড পদ্ধতিতে (অনলাইন ও অফলাইন) এজিএম হয়, যা শেষ হয় দুপুর আড়াইটায়।
এজিএমে ২০২৩ সালের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল এজিএমে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, এ এম সাইদুর রহমান, মোহাম্মদ ওলিউর রহমান, আবু বকর চৌধুরী, লকিয়ত উল্লাহ, মোহাম্মদ নাজিম, একেএম মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার, ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, ড. রাদ মজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, ডিএমডি ও সিএফও হারুনুর রশিদ এবং কোম্পানি সচিব আহসান হাবিব সভায় উপস্থিত ছিলেন
গত বছর শেষে এনআরবিসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ২ টাকা ২৩ পয়সা ।
চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে প্রবাসী উদ্যোগে গঠিত ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২১ সালে।