ফ্রান্সের হয়ে ইতিহাস গড়ার পরই অনির্দিষ্টকালীন সময়ের জন্য ছিটকে গেলেন ওয়ারেন জাইরে-এমেরি। অ্যাঙ্কেলে চোট পেয়ে বছরের বাকি অংশ মাঠের বাইরে থাকতে হবে পিএসজির তরুণ এই মিডফিল্ডারকে।
ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে মঙ্গলবার জাইরে-এমেরির লম্বা সময়ের জন্য ছিটকে পড়ার খবরটি জানিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
ইউরো ২০২৪-এর বাছাইয়ে গত শনিবার জিব্রাল্টারের বিপক্ষে মাঠে নেমেই একটি রেকর্ড গড়েন ১৭ বছর বয়সী জাইরে-এমেরি, হয়ে যান ১৯১৪ সালের পর দেশটির জাতীয় দলের সর্বকনিষ্ঠ ফুটবলার। এরপর জালের দেখাও পান তিনি, আর তাতে ওই ১৯১৪ সালের পর দেশের সর্বকনিষ্ঠ গোলস্কোরারও হন জাইরে-এমেরি। ম্যাচটি ফরাসিরা জেতে রেকর্ড ১৪-০ গোলে।
রেকর্ড গড়ার দুই মিনিট পরই চোট পেয়ে মাঠ ছাড়েন জাইরে-এমেরি। পিএসজি জানিয়েছে, শীতকালীন বিরতি পর্যন্ত চিকিৎসাধীন থাকবেন এই খেলোয়াড়।
স্বাভাবিকভাবেই মঙ্গলবার রাতে গ্রিসের বিপক্ষে ফ্রান্সের বাছাইয়ের শেষ ম্যাচটি মিস করবেন জাইরে-এমেরি। এছাড়াও খেলতে পারবেন না পিএসজির ফ্রান্সের শীর্ষ লিগে পরবর্তী পাঁচটি ও চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের দুটি ম্যাচ।
পিএসজির হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ খেলেছেন জাইরে-এমেরি, গোল করেছেন ২টি।