দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে জয়ী কিংস

দ্বিতীয় মিনিটে গোল হজম করলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছে অস্কার ব্রুসনের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2023, 01:18 PM
Updated : 2 June 2023, 01:18 PM

ফেডারেশন কাপ জয়ের রেশ নিয়ে মাঠে নেমে শুরুতেই গোল পেল মোহামেডান। নিজেদের মাঠে, প্রথমবারের মতো ফ্লাড লাইটের আলোয় খেলতে নামা বসুন্ধরা কিংস জ্বলে উঠল দ্রুত। দারুণভাবে ম্যাচে ফিরে মোহামেডানকে হারিয়ে দিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। 

কিংস অ্যারেনায় শুক্রবার লিগ ম্যাচে মোহামেডানকে ২-১ গোলে হারায় আগেই লিগ শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংস। ১৮ ম্যাচে ৪৯ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা মোহামেডান ২৩ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। 

এমানুয়েল সানডের গোলে মোহামেডান এগিয়ে যাওয়ার পর মিগেল ফিগেইরা দামাশেনো সমতা ফেরান। পরে কিংসকে এগিয়ে নেন রাকিব হোসেন। 

দ্বিতীয় মিনিটেই মোহামেডানের গোল

২০১৪ সালের পর প্রথম শিরোপা জয়ের গল্প যার হাতে লেখা, সেই অধিনায়ক সুলেমানে দিয়াবাতেকে কার্ডের খাড়ায় কিংসের বিপক্ষে পায়নি মোহামেডান। তার পরিবর্তে অধিনায়কের আর্মব্যান্ড ওঠে গোলরক্ষক আহসান হাবিব বিপুর বাহুতে। ম্যাচের আগে তার হাতে ফুলের তোড়া তুলে দেন কিংস অধিনায়ক রবসন দি সিলভা রবিনিয়ো। 

ফেডারেশন কাপে হ্যাটট্রিক উপহার দেওয়া দিয়াবাতের অনুপস্থিতি দ্বিতীয় মিনিটেই ভুলে যাওয়ার উপলক্ষ পায় ‘সাদা-কালো’ জার্সিধারীদের সমর্থকরা। রজার দি অলিভিয়েরার লং পাস পেয়ে দুই ডিফেন্ডারের ফাঁক গোলে বেরিয়ে এমানুয়েল চোখ ধাঁধানো শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে লক্ষ্যভেদ করেন। স্তব্ধ হয়ে যায় কিংসের গ্যালারি।

দামাশেনোর গোলে সমতা

শুরুর ধাক্কা সামলে নিতে খুব বেশি সময় লাগেনি কিংসের। চতুর্থ মিনিটে কর্নারে দামাশেনোর হেড ব্লকড হয় রক্ষণে। ছয় মিনিট পর শেখ মোরসালিনের থ্রু বল দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে সমতা ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দামাশেনো।

রাকিবের গোলে এগিয়ে কিংস

এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে কিংসের গ্যালারি মেতে ওঠে ৪০তম মিনিটে। মোরসালিনের পাস ধরে এগিয়ে যাওয়া রাকিবকে আটকাতে স্লাইড করেন মেহেদী হাসান মিঠু। তার চ্যালেঞ্জ সামলে শট নেন রাকিব। বল রজারের পায়ের ফাঁক দিয়ে গোলরক্ষক বিপুকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেয়। 

জ্বলল ফ্লাড লাইট

প্রথমবারের মতো ‘হোম ভেন্যু’তে খেলার কীর্তি কিংসেরই গড়া। কিংস অ্যারেনাকে আন্তর্জাতিক মানে রূপ দিতে বসানো হয়েছে ফ্লাড লাইট। ম্যাচে বিরতির পর খেলা শুরুর আগে জ্বলে ওঠে বাতিগুলো। 

৪৭তম মিনিটে পোস্টের বাধা আর আমির হাকিম বাপ্পীর ব্যর্থতায় সমতায় ফেরা হয়নি মোহামেডানের। এমানুয়েলের জোরাল নিচু শট দূরের পোস্ট কাঁপিয়ে ফিরে। ফিরতি সুযোগ কাজে লাগাতে পারেননি বাপ্পী; তিনি পা ছোঁয়ালেও বল যায় পোস্টের বাইরে।

মুজাফ্ফরভের লাল কার্ড

একের পর এক আক্রমণে মোহামেডানকে কোণঠাসা করতে থাকে কিংস। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি তারা। ৫৪তম মিনিটে দামাশেনোর বুলেট গতির শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৬৪তম মিনিটে মোরসালিনের শট জালে জড়ালেও অফসাইডের কারণে হয়নি গোল। ৮১তম মিনিট বক্সে ভালো জায়গায় বল পেয়েও উড়িয়ে মারেন রাকিব। 

৮৫তম মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে কিংসের সোহেল রানাকে ধাক্কা দিয়ে বসেন মুজাফ্ফর মুজাফ্ফরভ। উজবেকিস্তানের এই মিডফিল্ডারকে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। তাতে আলফাজ আহমেদের দলের ঘুরে দাঁড়ানোর পথটা হয়ে যায় আরও কঠিন। 

শেখ রাসেল-এএফসি উত্তরা ড্র

দিনের অন্য ম্যাচে ময়মনসিংহে পিছিয়ে পড়েও অন্তত ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ২২তম মিনিটে কলম্বিয়ার রিচার্দ মাতুরানার গোলে এগিয়ে যায় লিগ টেবিলের তলানির এএফসি উত্তরা। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরান চার্লস দিদিয়ের। 

১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে মোহামেডানের পরে অর্থাৎ পঞ্চম স্থানে আছে শেখ রাসেল। পঞ্চম ড্রয়ে পাওয়া ৫ পয়েন্ট নিয়ে তলানিতে এএফসি উত্তরা।