ঘরের মাঠে মোহন বাগানকে হারাতে চায় বসুন্ধরা কিংস

মোহন বাগানকে শক্তিশালী মানলেও নিজের দল নিয়ে দারুণ আত্মবিশ্বাসী বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুসন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 01:41 PM
Updated : 6 Nov 2023, 01:41 PM

প্রথম লেগে ভুবনেশ্বরের ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও মোহন বাগানের বিপক্ষে ড্র করেছিল বসুন্ধরা কিংস। সেই আত্মবিশ্বাসের সঙ্গে এবার যোগ হয়েছে নিজেদের মাঠে খেলার বাড়তি অনুপ্রেরণা। এএফসি কাপের ফিরতি লেগের ম্যাচে তাই ভারতের ঐতিহ্যবাহী দলটিকে হারিয়ে পুরো ৩ পয়েন্ট পেতে চান কিংস কোচ অস্কার ব্রুসন।

বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। তিন ম্যাচে দুই ড্র ও এক জয়ে ‘ডি’ গ্রুপের টেবিলে শীর্ষে আছে মোহন বাগান; ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কিংস।

মোহন বাগানকে হারাতে পারলে গ্রুপ টেবিলে শীর্ষে উঠবে কিংস। যদিও ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দলটিকে শক্তিশালী মানছেন স্বাগতিক দলের কোচ ব্রুসন, তবে এই স্প্যানিশ রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণভাগ- এই তিন বিভাগে সেরাটা দিয়ে পৌঁছতে চান অভীষ্ট লক্ষ্যে।

“এটা আমাদের চতুর্থ ম্যাচ, গ্রুপ উন্মুক্ত। বর্তমানে গ্রুপের যে অবস্থা, তাতে ফলাফলের উপর দল উপরে উঠতে পারে, নিচেও নেমে যেতে পারে। আমরা লড়াকু ফুটবল খেলা এবং গ্রুপের শীর্ষে ওঠার দিকে তাকিয়ে আছি। আমরা জানি, মোহন বাগান কেমন দল, তাদের শক্তি, আইএসএল ও এএফসি কাপে তাদের বর্তমান অবস্থান। প্রতিক্ষের শক্তি-সামর্থ্য জেনেই সামনের দিকে রোমাঞ্চ নিয়ে তাকিয়ে আছি।”

“নিজেদের খেলাটা মেলে ধরতে চাই এবং ইতিবাচক ফল পেতে চাই। আমি অনুভব করি, দেশের সবাই আমাদের পাশে আছে। রক্ষণে ওদেরকে জায়গা দেওয়া যাবে না। মাঝমাঠেও সেরাটা দিতে হবে। আমি যেটা বুঝি, লক্ষ্য পূরণ করতে হলে ফুটবলে আক্রমণ করে যেতে হবে; আক্রমণাত্মক খেলে আমরা লক্ষ্যপূরণ করতে চাই।”

কিংস অ্যারেনায় বরাবরই দুর্বার রবিনিয়ো-দোরিয়েলতনরা। মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপে জয়ের ধারায় আছে তারা। তবে, এ ম্যাচেও প্রথম পছন্দের গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে ডাকেননি তিনি। আলোচিত সেই ‘মদ-কাণ্ডে’ ব্রাত্যই রয়েছেন জিকো। জয়ের লক্ষ্য পূরণে বাকিদের উপর আস্থা রাখছেন ব্রুসন।

“ভারতে ৩ পয়েন্ট পাওয়ার যে লক্ষ্য জানিয়েছিলাম, সেটা পূরণ হয়নি। কিন্তু এখন আমি মনে করি, আমাদের সেটা পাওয়ার সুযোগ আছে, যেহেতু নিজেদের মাঠে খেলব। আগামীকাল আমরা ঘরের মাঠে খেলার সুবিধা পাব। আপনারাও বলছেন, ওরা সম্ভবত দক্ষিণ এশিয়ার সেরা দল; এই অঞ্চলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক লিগে খেলে ওরা।”

“মোহনবাগানেরও প্লেয়ারদের নিয়ে কিছু ইস্যু আছে, আমাদেরও আছে। তবে আমি মনে করি, আমার হাতে চমৎকার একটা স্কোয়াড আছে। কোনো এক জন, বিশেষ করে স্থানীয় খেলোয়াড়দের কোনো এক জনের অনুপস্থিতিতে আমরা কখনই ভুগিনি। স্কোয়াডে বাকি যারা আছে, তারাও দারুণ, সে জায়গা পূরণ করতে পারে, মানিয়ে নিতে পারে। বিদেশে যারা আছে, তারা স্থানীয়দের পাশে থাকবে, আমি মনে করি, ভালো একটা কম্বিনেশন আছে দলে। যারা আছে, ভালো লড়াই দিতে প্রস্তুত, তাদের দিকে মনোযোগ দিন, যারা নেই, তাদের নিয়ে নয়।”

গ্রুপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল দিয়ে সবচেয়ে কম গোল খাওয়া দল মোহন বাগান। গত তিন ম্যাচে তারা প্রতিপক্ষের জালে গোল উদযাপন করেছে আটবার, সমান গোল আছে ওড়িশা এফসিরও। তবে আটসাঁট রক্ষণে মোহন বাগান গোল হজম করেছে মাত্র ৩টি। তবে এই ম্যাচে রক্ষণভাগের নির্ভরতা আনোয়ার আলীকে চোটের কারণে পাচ্ছে না তারা।

প্রতিপক্ষ দলে কে থাকল, না থাকল, তা নিয়ে ভাবতে চান না রবসন দি সিলভা রবিনিয়ো। সোমবার সংবাদ সম্মেলনে কিংস অধিনায়ক জানালেন, ৩ পয়েন্টের লক্ষ্য পূরণে খেলতে চান একটা দল হয়ে।

“কঠিন একটা ম্যাচ, কিন্তু আগের ম্যাচ আমরা দেশের বাইরে খেলেছি; আমরা দেখিয়েছি, জয়ের সুযোগ ছিল আমাদের। এবার নিজেদের মাঠে খেলব। আমাদের লক্ষ্য দারুণ একটা ম্যাচ খেলা এবং ৩ পয়েন্ট পাওয়া, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

“আমি দলের সাহায্যে সেরাটা দেওয়ার চেষ্টা করব। তবে আমি মনে করি, (চোট পাওয়া ডিফেন্ডার আনোয়ার আলি) সে না খেললে আমাদের জন্য ভালো। তবে সে একা নয়, প্রতিপক্ষ দলে আরও অনেক খেলোয়াড় আছে, তাদের বিপক্ষে একটা দল হয়ে খেলতে হবে আমাদের।”