আজীবন পেলের স্মৃতি মনে রাখবেন রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র, রিশার্লিসনরা।
Published : 30 Dec 2022, 03:11 PM
ক্যালেন্ডারের কোন পাতাটা, বছরের কোন দিনটা সবচেয়ে কষ্টের, জেনে গেছেন রদ্রিগো। রিয়াল মাদ্রিদের তরুণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছে, পেলের প্রয়ানের পর এখন থেকে প্রতিটি ২৯ ডিসেম্বর হবে দুঃখের দিন।
সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে। ফুটবলের রাজার সঙ্গে খুব বেশি স্মৃতি নেই রদ্রিগোর। তবে অল্প যেগুলো আছে, সেগুলোই আজীবন মনে রাখবেন এই তরুণ।
“আজ থেকে ২৯ ডিসেম্বর সব সময়ই হবে দুঃখের দিন। সান্তোসে প্রতিদিন আপনার কথা শুনে আমরা বেড়ে উঠেছি। জেনেছি খেলোয়াড় ও মানুষ হিসেবে আপনি কতটা ভালো ছিলেন।”
“আমাদের মধ্যে আলোচনার সময়, আপনি যে সাহস জুগিয়েছেন, তার জন্য মহান রাজা আপনাকে ধন্যবাদ। আপনি বলেছিলেন, “সবসময় নিজের মতো থাকবে এবং কোনো কিছুকে ভয় পাবে না।” এই কথা আজীবন আমার স্মৃতিতে থাকবে।”
রিয়াল মাদ্রিদের আরেক তরুণ ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিউসের কাছে পেলের সঙ্গে তার প্রতিটি স্মৃতিই অমূল্য।
“সেই খেলোয়াড়, যিনি ফুটবলকে বদলে দিয়েছেন, যিনি সর্বকালের সেরা, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার প্রতিটি কথা আমার জন্য স্নেহ আর অনুপ্রেরণার। তার পাঠানো প্রতিটি বার্তা আমি রেখে দিয়েছি, এগুলো পড়ি।”
“এবং কী অসাধারণ সম্মানের, বিশ্বকাপে আমার প্রথম গোল আপনার সঙ্গে উদাযাপন করতে পারা।”
পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস মনে করেন, পেলে সব সময়ে থাকবেন সবার স্মরণে।
“ফুটবল এবং পৃথিবী সব সময়ই আপনার লেগাসির জন্য আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে।”
টটেনহ্যাম হটস্পারের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসনের হৃদয় ভেঙে যাচ্ছে ফুটবলের মহানায়ককে বিদায় বলতে।
“আজ ফুটবল তার সবচেয়ে সুন্দর অধ্যায়কে বিদায় বলছে। যিনি তার হাজারতম গোল উৎসর্গ করেছিলেন শিশুদেরকে, যিনি যুদ্ধ থামিয়েছিলেন এবং একটি দেশকে দেখিয়েছিলেন, আরও বেশি কিছু করা সম্ভব। রাজা, আপনি সব সময়ই অতুলনীয় ও অমর থাকবেন।”
ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেদের কাছে পেলের প্রভাব ফুটবলে ছাড়িয়ে ছড়িয়ে গেছে অন্য খেলাতেও।
“স্রেফ ফুটবল আইডলের চেয়েও বেশি কিছু। তিনি সর্বকালের সেরা অ্যাথলেট।”
ইউনাইটেডের ব্রাজিলিয়ান উইঙ্গার আন্তোনির কাছে পেলেই ফুটবলের শেষ কথা।
“সবাইকে ছাড়িয়ে। রাজা, সবার অনুপ্রেরণা, সবার জন্য উদাহরণ, একমাত্র এবং অমর।”