বিশ্বকাপ জিতে র‍্যাঙ্কিংয়ে এগোল আর্জেন্টিনা

কাতারে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2022, 09:46 AM
Updated : 22 Dec 2022, 09:46 AM

তিন যুগ পর বিশ্বকাপ জিতলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা হয়নি আর্জেন্টিনার। তবে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছে লিওনেল স্কালোনির দল। কাতার আসরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিলেও শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বৃহস্পতিবার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে।

এবার বিশ্বকাপে তিনটি ম্যাচ জেতে ব্রাজিল। গ্রুপ পর্বে তারা হারে ক্যামেরুনের কাছে। আর শেষ আটে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয় গত ফেব্রুয়ারিতে বেলজিয়ামকে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা দক্ষিণ আমেরিকার দলটি। 

গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে হারা আর্জেন্টিনা জেতে চার ম্যাচ। এ ছাড়া দুটি জয় পায় তারা টাইব্রেকারে; এর মধ্যে একটি গত রোববারের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৪-২ গোলে।  

নির্ধারিত কিংবা অতিরিক্ত সময়ে জয়ের চেয়ে টাইব্রেকারে জিতলে অনেক কম রেটিং পয়েন্ট পাওয়া যায়। আর্জেন্টিনা কিংবা ফ্রান্সের কেউ যদি ফাইনালে ১২০ মিনিটের মধ্যে জিততে পারত, তাহলে তারা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে যেত। কিন্তু পেনাল্টি শুটআউটে গড়ানোয় ব্রাজিলের শীর্ষে থাকা নিশ্চিত হয়ে যায়।  

আর্জেন্টিনার মতো ফ্রান্সও এগিয়েছে এক ধাপ, আছে তিন নম্বরে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বেলজিয়াম দুই ধাপ পিছিয়ে চারে আছে।

পাঁচ নম্বরে অবস্থান ধরে রেখেছে শেষ আট থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড। বিশ্বকাপে একই ধাপে খেলা নেদারল্যান্ডস দুই ধাপ এগিয়ে ছয় নম্বরে আছে।

শীর্ষ দশে উঠেছে ক্রোয়েশিয়া। গত আসরের রানার্সআপরা এবার হয় তৃতীয়। পাঁচ ধাপ এগিয়ে সাত নম্বরে আছে ক্রোয়াটরা।

বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়া ইতালি দুই ধাপ পিছিয়ে আট নম্বরে আছে। আগের মতো নয় নম্বরে শেষ আটে হারা পর্তুগাল। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া স্পেন পিছিয়েছে তিন ধাপ, আছে দশে।

বড় লাফ দিয়েছে মরক্কো ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়ে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমি-ফাইনালে খেলা মরক্কো ১৭ ধাপ এগিয়ে আছে ১১ নম্বরে, আফ্রিকার দলগুলির মধ্যে শীর্ষে তারা।

মরক্কোর ইতিহাসের সেরা অবস্থান যদিও এটি নয়। ১৯৯৮ সালে ১০ নম্বরে ছিল তারা। তবে ২০১৫ সালে ছিল ৯২ নম্বরে।

শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে হারা অস্ট্রেলিয়া ১১ ধাপ এগিয়ে আছে ২৭ নম্বরে।  

ব্রাজিলকে হারানো ক্যামেরুন ১৭ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠেছে।

বাংলাদেশ আছে আগের মতোই ১৯২ নম্বরে।