Published : 09 Oct 2023, 07:04 PM
বার্সেলোনার চোটে পড়া খেলোয়াড়দের তালিকা আরও লম্বা হলো। সবশেষ হাঁটুর চোটে ছিটকে গেলেন নির্ভরযোগ্য ডিফেন্ডার জুল কুন্দে। মৌসুমের প্রথম ক্লাসিকোয় রেয়াল মাদ্রিদের বিপক্ষে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
লা লিগায় রোববার গ্রানাদার বিপক্ষে বার্সেলোনার ২-২ ড্র ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন কুন্দে। পরীক্ষার পর পরদিন তার বাম হাঁটুর লিগামেন্টে চোটের কথা জানায় কাতালান ক্লাবটি। সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে কিছু বলা হয়নি।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ২৪ বছর বয়সী এই ফুটবলারকে। স্বাভাবিকভাবে জাতীয় দল ফ্রান্সের আসছে দুই ম্যাচের স্কোয়াড থেকেও ছিটকে গেছেন তিনি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ও প্রীতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে দিদিয়ে দেশমের দল।
কুন্দেকে হারানো বার্সেলোনার জন্য বড় ধাক্কাই। এই মৌসুমে এখন পর্যন্ত দলের ১১ ম্যাচের সবগুলোতে খেলেছেন তিনি। যার ৯টি লা লিগায় ও দুটি চ্যাম্পিয়ন্স লিগে।
অ্যাঙ্কেলের চোটে গত সপ্তাহে মাঠের বাইরে ছিটকে যান স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি। ২৮ অক্টোবর লিগে রেয়ালের বিপক্ষে পোলিশ তারকাকে পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
এছাড়া চোটে বাইরে আছেন দুই মিডফিল্ডার পেদ্রি, ফ্রেংকি ডি ইয়ং ও ফরোয়ার্ড রাফিনিয়া। পেদ্রি ও রাফিনিয়া ক্লাসিকোর আগে ফিরতে পারেন। তবে ওই ম্যাচের আগে ডি ইয়ংয়ের ফেরার সম্ভাবনা ক্ষীণ।
৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিন নম্বরে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে, ২৪ পয়েন্ট নিয়ে রেয়াল শীর্ষে আছে।
আন্তর্জাতিক বিরতির পর আগামী ২২ অক্টোবর লিগে আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে শাভি এর্নান্দেসের দল।