মেসির আরেক রেকর্ড

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে লোথার মাথেউসের পাশে বসলেন আর্জেন্টিনা অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2022, 07:03 PM
Updated : 13 Dec 2022, 07:03 PM

অর্জনে ভরপুর ক্যারিয়ারে আরেকটি রেকর্ডে নাম লেখালেন লিওনেল মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টিনা অধিনায়ক।

লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রথম সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে এই অর্জন ধরা দেয় মেসির।

জার্মান গ্রেট লোথার মাথেউসের পাশে বসলেন ৩৫ বছর বয়সী মেসি। বিশ্ব মঞ্চে ২৫ ম্যাচ খেলে দুই যুগ ধরে রেকর্ডটি ছিল শুধু মাথেউসের।

সাবেক এই মিডফিল্ডার ম্যাচগুলি খেলেন পাঁচটি বিশ্বকাপে- ১৯৮২ (২), ১৯৮৬ (৭), ১৯৯০ (৭), ১৯৯৪ (৫), ১৯৯৮ (৪)। গোল করেন তিনি ৬টি।

মেসিও খেলছেন এই নিয়ে পঞ্চম আসরে। ২০০৬ আসরে ৩টি, ২০১০ সালে ৫টি, ২০১৪ সালে ৭টি, ২০১৮ সালে ৪টি ও কাতারে এখনও পর্যন্ত ছয়টি ম্যাচ খেলছেন তিনি।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে বিশ্ব মঞ্চে ১০ গোল করে গাব্রিয়েল বাতিস্তুতার সঙ্গে যৌথভাবে আর্জেন্টিনার সর্বোচ্চ গোল স্কোরার তিনি।

চার আসরে ২৪ ম্যাচ খেলে তালিকায় দুইয়ে আছেন সাবেক জার্মান ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসা। তার মতো ঠিক চার আসরে ২৩ ম্যাচ খেলে তিন নম্বরে ইতালিয়ান গ্রেট পাওলো মালদিনি।

এবার কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়া পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো পাঁচ আসরে ২২ ম্যাচ খেলে তালিকায় চার নম্বরে আছেন।

Also Read: মেসির জাদুর ছোঁয়ায় ফাইনালে আর্জেন্টিনা

Also Read: বাতিস্তুতাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি

Also Read: মারাদোনার পাশে মেসি

Also Read: মদ্রিচকে বিষাদে ডুবিয়ে উড়লেন মেসি