বাতিস্তুতাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন এককভাবে মেসির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2022, 07:40 PM
Updated : 13 Dec 2022, 07:40 PM

মাঠে নেমেই একটি রেকর্ডে নাম তুলে ফেলেন লিওনেল মেসি। ৩৪ মিনিটের মধ্যে ধরা দিল আরেকটি অর্জন। বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন এককভাবে সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার।

লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রথম সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে স্পট-কিকে রেকর্ড গোলটি করেন মেসি।

১৯৯৪ থেকে ২০০২- তিন বিশ্বকাপে ১২ ম্যাচ খেলে ১০ গোল করেছিলেন বাতিস্তুতা। কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি গোল করে তার পাশে বসেন মেসি।

পরে উত্তরসূরিকে অভিনন্দন জানিয়ে বাতিস্তুতা বলেছিলেন, তিনি চান সেমি-ফাইনালেই তাকে ছাড়িয়ে যাক মেসি। তার সেই চাওয়া পূর্ণ করলেন আর্জেন্টিনা অধিনায়ক।

চলতি আসরে ৬ ম্যাচে মেসির গোল হলো ৫টি। আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে এখন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।

এই নিয়ে পঞ্চম বিশ্বকাপে খেলা মেসির ১১ গোল হলো ২৫ ম্যাচ খেলে। এ দিন বিশ্বকাপে জার্মান গ্রেট লোথার মাথেউসের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেন তিনি।

Also Read: মদ্রিচকে বিষাদে ডুবিয়ে উড়লেন মেসি

Also Read: মারাদোনার পাশে মেসি

Also Read: মেসির জাদুর ছোঁয়ায় ফাইনালে আর্জেন্টিনা

Also Read: মেসির আরেক রেকর্ড