সাম্প্রতিক দুর্দশার চক্র ভাঙতে মরিয়া জার্মানি

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে আরও এগিয়ে যাওয়ার দিকে চোখ হান্স ফ্লিকের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2022, 04:01 PM
Updated : 26 Nov 2022, 04:01 PM

২০১৪ আসরে শিখর ছোঁয়ার পর যেন উল্টো পথে যাচ্ছে জার্মানি। ২০১৮ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযানে নেমে গ্রুপ পর্ব থেকেই বিদায়। সবশেষ ২০২০ ইউরোর শেষ ষোলো থেকে বিদায়। এবার আরও একবার আগেভাগেই বিশ্বকাপ থেকে ফিরে যাওয়ার শঙ্কা। বাস্তবতা ভালো করেই জানা জার্মানি কোচ হান্স ফ্লিকের। তবে তিনি যেভাবেই হোক সাম্প্রতিক ব্যর্থতার এই চক্র ভাঙতে মরিয়া। 

উয়েফা নেশন্স লিগের চলতি আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও বিশ্বকাপে ফ্লিকের দলকে নিয়ে আশাবাদী ছিলেন অনেকেই। কিন্তু শুরুটা একেবারেই ভালো হয়নি জার্মানির। ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে তারা হারে ২-১ গোলে। তাদের সামনে এখন অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ।

আগামী রোববার তাদের প্রতিপক্ষ প্রথম ম্যাচে কোস্টা রিকাকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়া স্পেন। এই ম্যাচে হারলে আরেকটি মেজর টুর্নামেন্ট থেকে জার্মানির বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে।

হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক স্পষ্ট করে দিলেন, তাদের প্রথম লক্ষ্য টুর্নামেন্টে টিকে থাকা।

“সবশেষ দুটি টুর্নামেন্ট (ভালো) ছিল না। আমরা এর পুনরাবৃত্তি এড়াতে চাই। বিশ্বকাপে এটি আমাদের জন্য প্রথম ফাইনাল আর (নকআউট পর্বের আগে বিদায়) পুনরাবৃত্তি এড়ানোই মূল লক্ষ্য।” 

বিশ্বকাপে বরাবরই শক্ত দল জার্মানি এখনও ফেভারিট কি-না, এই প্রশ্নের জবাবে ফ্লিক বলেন, স্পেন ম্যাচের ফলাফলই তা বলে দেবে।

“রোববার এর জবাব দেওয়া যাবে। হয়তো আমাদের কাছে এই (ফেভারিট) প্রশ্নের আরেকটি উত্তর আছে, যা সঠিক উত্তর।”