শুরুর বিবর্ণতা কাটিয়ে ছন্দ খুঁজে পেল ইংল্যান্ড। জর্ডান হেন্ডারসন ও হ্যারি কেইনের গোলে প্রথমার্ধেই ম্যাচের লাগাম নিজেদের হাতে নিল তারা। বিরতির পর মিলল আরেক গোল। আল খোরের আল বাইত স্টেডিয়ামে রোববার শেষ ষোলোয় সেনেগালকে অনায়াসে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠল গ্যারেথ সাউথগেটের দল। ছবি: রয়টার্স
Published : 05 Dec 2022, 02:42 AM