কাতার বিশ্বকাপের প্রস্তুতি নিতে ব্রাজিল দল পাঁচ দিনের ক্যাম্প করছে ইতালির তুরিনে। প্যারিস থেকে সেখানে যেতে ফ্লাইট জটিলতার কারণে অনুশীলনে দেরিতে উপস্থিত হন পিএসজির দুই খেলোয়াড় নেইমার ও মার্কিনিয়োস।
চূড়ান্ত স্কোয়াডে ডাক পাওয়া ২৬ জন খেলোয়াড়ের ইউভেন্তুসের ট্রেনিং গ্রাউন্ডে সোমবার সকালে রিপোর্ট করার কথা ছিল। কিন্তু যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় বিমান পরিবর্তন করতে হয় নেইমার ও মার্কিনিয়োসকে। একারণে ঠিক সময়ে অনুশীলনে যোগ দিতে পারেননি তারা।
এই দুজন দলের সঙ্গে যোগ দেন বিকেলে। ওই সময়ে তিতে গত সপ্তাহান্তে ক্লাব ফুটবলে না খেলা ১৪ জনকে অনুশীলন করাচ্ছিলেন।
অনুশীলন শেষে জিমে অন্য খেলোয়াড়দের সঙ্গে যোগ দেন নেইমার ও মার্কিনিয়োস।
আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
‘জি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।