দলের গোলরক্ষককে নিয়ে একেবারেই চিন্তিত নন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।
Published : 02 Dec 2023, 03:43 PM
ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না আন্দ্রে ওনানার। একের পর এক ভুল করে চাপের মুখে আছেন ক্যামেরুনের এই গোলরক্ষক। শুরুর একাদশ থেকে তাকে বাদ দেওয়ার দাবিও করছেন কেউ কেউ। তবে তার কাঁধে ভরসার হাত রাখলেন কোচ এরিক টেন হাগ। এই ডাচ কোচের দৃঢ় বিশ্বাস, চলতি প্রিমিয়ার লিগে সেরা তিন গোলরক্ষকদের একজন ওনানা।
গত জুলাইয়ে ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে তালগোল পাকিয়ে গোল হজম করেছেন ওনানা। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচে গালাতাসারাইয়ের বিপক্ষে ‘মারাত্মক দুটি’ ভুল করে নতুন করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাবেক এই ইন্টার মিলান ফুটবলার। ওই ম্যাচে দুই দফায় এগিয়ে থাকলেও ২৭ বছর বয়সী ক্যামেরুনের এই গোলরক্ষকের ভুলে শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করে ইউনাইটেড। বিশেষ করে প্রতিপক্ষের দ্বিতীয় গোলে যথেষ্ট দায় ছিল তার।
এই ড্রয়ের পর ‘এ’ গ্রুপে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তলানিতে আছে ইউনাইটেড। ঘোর অনিশ্চয়তায় পডে গেছে তাদের শেষ ষোলোতে খেলার সম্ভাবনা। গালাতাসারাইয়ের বিপক্ষে ওনানার গড়পড়তা পারফরম্যান্সে তাই ক্ষুব্ধ ইংলিশ ক্লাবটির সমর্থকরা।
কঠিন সময়ে ওনানার সমর্থনে এগিয়ে এসেছেন টেন হাগ। শনিবার প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। আগের দিন কোচ বলেন, অনেক বেশি সমালোচনা হলেও অভিজ্ঞ এই গোলরক্ষক মোটেও বাজে খেলছেন না।
“আপনি যদি তার পরিসংখ্যান ভালোভাবে বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন সে (আন্দ্রে ওনানা) প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেরা গোলরক্ষক। সে ভালো করছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে সে কিছু ভুল করেছে, সে নিজেও তা জানে। তবে (ইউনাইটেডের হয়ে) প্রথম পাঁচ মাসে সে ভালো করেছে।”
“আপনারা দেখেছেন খারাপ পারফরম্যান্সে সে কীভাবে প্রতিক্রিয়া দেখায়। তার মনোবল শক্ত এবং সে এই কঠিন সময় সামলে ঘুরে দাঁড়াবে।”