Published : 09 Dec 2023, 10:04 PM
দুঃস্বপ্নের শুরু পঞ্চম মিনিটে। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে যদিও ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টা করে গেল ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু গোল হয়ে থাকল সোনার হরিণ হয়ে। বরং একের পর এক গোল হজম করে ঘরের মাঠে এফসি বোর্নমাউথের বিপক্ষে স্রেফ উড়ে গেল এরিক টেন হাগের দল।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে ৩-০ গোলে জিতেছে বোর্নমাউথ। ডমিনিক সোলাঙ্কি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপ বিলিং। পরে মার্কাস সেন্সি ব্যবধান আরও বাড়ান।
ঐতিহ্যবাহী ওল্ড ট্র্যাফোর্ডে এই প্রথম জয়ের স্বাদ পেল বোর্নমাউথ।
লিগে এর আগে সবশেষ ২০১৯ সালে বোর্নমাউথের বিপক্ষে হেরেছিল ইউনাইটেড। আর ওল্ড ট্র্যাফোর্ডে সবশেষ গত নভেম্বরে নিউক্যাসল ইউনাইটেডের কাছে লিগ কাপের ম্যাচে হেরেছিল তারা। নিজেদের মাঠে গত দুই ম্যাচ জয়ের পর ফের হারের তেতো স্বাদ পেল ‘রেড ডেভিল’ খ্যাত দলটি।
শুরু থেকে গতিময় ফুটবল খেললেও বিরতির আগ পর্যন্ত ইউনাইটেডের আক্রমণে ধার ছিল না তেমন। সুযোগ পেলেই প্রতিপক্ষের রক্ষণে হানা দেওয়া বোর্নমাউথ পঞ্চম মিনিটে এগিয়ে যায়।
একরকম আচমকাই সুযোগটি পায় তারা। সের্হিও রেগিলন কিছুটা আয়েশীভাবে পাস বাড়ান স্কট ম্যাকটমিনের উদ্দেশে, চোখের পলকে ছুটে এসে টোকায় বল বের করে নেন লুইস কুক। তার পাস থেকে নিখুঁত ফ্লিকে লক্ষ্যভেদ করেন সোলাঙ্কি।
অষ্টম মিনিটে ম্যাগুইয়ারের হেড আঙুলের টোকায় কোনোমতে ক্রসবারের উপর দিয়ে বের করে দেন বোর্নমাউথের ব্রাজিলিয়ান গোলরক্ষক নেতো।
৩৯তম মিনিটে দ্বিগুণ হতে পারত ব্যবধান। লুক শ ও ম্যাগুইয়ারের ফাঁক দিয়ে বেরিয়ে কুকের থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে সোলাঙ্কি কোনাকুনি শট নেন, কিন্তু ঝাঁপিয়ে পড়া ওনানাকে পরাস্ত করে বল লাগে দূরের পোস্টে।
দ্বিতীয়ার্ধের শুরুতে ইউনাইটেডের আক্রমণে ধার বাড়ে। সুযোগও তৈরি হতে থাকে। ৪৯তম মিনিটে আলেহান্দ্রো গারনাচো ও ব্রুনো ফের্নান্দেসের শট ব্লকড হয় রক্ষণে। একটু পর ম্যাকটমিনের হেড ফেরান নেতো।
৬১তম মিনিটে গাসমুস হয়লুনের শট খুঁজে পায়নি ঠিকানা। একটু পর বাইরের জাল কাঁপায় দিয়োগো দালোতের শট। ইউনাইটেডের আক্রমণের ঝাপটা সামলে ৬৮তম মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে বোর্নমাউথ। মার্কাস টেভেরনিয়ারের ক্রসে দূরের পোস্ট থেকে হেডে লক্ষ্যভেদ করেন বিলিং।
ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর আশা প্রায় শেষ হয়ে যায় ৭৩তম মিনিটে। কর্নার থেকে দূরের পোস্টে ফাঁকা থাকা সেন্সি হেডে পরাস্ত করেন ওনানাকে।
৮৪তম মিনিটে হলুদ কার্ড দেখেন ফের্নান্দেস। ফলে লিভারপুলের বিপক্ষে পরের লিগ ম্যাচে এই পর্তুগিজ মিডফিল্ডারকে পাবে না ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের ভুল পাস থেকে বল পেয়ে জালে জড়ান ড্যাঙ্গো; কিন্তু তিনি শট নেওয়ার আগে তার হাতে বল লাগে। ভিএআর দেখে রেফারি হ্যান্ডবলের সিদ্ধান্ত দেওয়ায় ব্যবধান আর বাড়েনি।
এই হারে ইউনাইটেডের আত্মবিশ্বাসেও লাগল চোট। পরের ম্যাচেই তারা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। ইউরোপ সেরার আসরে ‘এ’ গ্রুপের টেবিলে তলানিতে রয়েছে তারা। নকআউট পর্বে যেতে হলে বায়ার্নের বিপক্ষে আগামী মঙ্গলবার কেবল জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের দিকেও।
১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে ওঠা লিভারপুলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে তারা।
১৯ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে আছে বোর্নমাউথ।