ফেন্সিংয়ের সেইবার ইভেন্টের প্রাথমিক পর্ব থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের এই তারকা ফেন্সার।
Published : 14 Aug 2022, 10:08 PM
এসএ গেমসের সোনাজয়ী ফাতেমা মুজিবকে নিয়ে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু তা পূরণ করতে পারলেন না এই তারকা ফেন্সার। ইসলামিক সলিডারিটি গেমসের ফেন্সিংয়ের প্রাথমিক পর্বেই বিদায় ঘণ্টা বেজে গেল তার।
তুরস্কের কনিয়াতে রোববার সেইবার ইভেন্টের প্রথম পর্বে হেরেছেন ফাতেমা। প্রথম রাউন্ডে পাঁচ পয়েন্টের খেলায় তার প্রতিপক্ষ পুরো পয়েন্ট পান। গত এসএ গেমসে ফেন্সিং থেকে বাংলাদেশকে প্রথম সোনা এনে দেওয়া ফাতেমা ৩ পয়েন্ট তুলতে সক্ষম হন।
বাংলাদেশের অন্য ফেন্সারদের মধ্যে কামরুল ইসলামের পারফরম্যান্স ছিল যা একটু উজ্জ্বল, বাকিরা সাদামাটা। পুরুষ ফয়েল ইভেন্টের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে উজবেকিস্তানের আসারনোভ ইউসুফের কাছে ১৫-০১ পয়েন্ট হেরে যান কামরুল।
শেষ ৩২-এর লড়াইয়ে ইরানের হোসেন জাফরির বিপক্ষে ১৫-১০ পয়েন্টে হার মানেন রুবেল মিয়া। দেশের আরেক ফেন্সার মনির হোসেন থেমেছেন প্রথম পর্বেই ৫-১ পয়েন্টে হেরে।
শুটিংয়ের স্কিট ইভেন্টে অবশ্য টিকে আছে বাংলাদেশ। নূরউদ্দিন সেলিম ও সাব্বির হোসেন ৭৫ শটে ৬৪ করে পয়েন্ট পেয়েছেন। সোমবার আরও ৫০ শট নেওয়ার পর তাদের পজিশন নির্ধারিত হবে।