স্কটিশ ক্লাবটির উন্নতির ধারা বজায় রাখার ব্যাপারে আত্নবিশ্বাসী এই ইংলিশ কোচ।
Published : 23 Jun 2023, 05:38 PM
যেন এক চক্র পূরণ হলো ব্রেন্ডন রজার্সের। লিভারপুল থেকে বরখাস্ত হওয়ার সাড়ে সাত মাস পর ইংলিশ এই কোচ যোগ দিয়েছিলেন সেল্টিকে। ঘরোয়া ফুটবলে স্কটিশ ক্লাবটিকে মুঠো ভরে দেওয়ার পর হুট করেই তিনি ফেরেন ইংলিশ প্রিমিয়ার লিগে, লেস্টার সিটির ডাগআউটে। সাবেক চ্যাম্পিয়নদের অবনমনের পর সেল্টিকে ফিরে রজার্সের নজর এখন ইউরোপীয় প্রতিযোগিতার মঞ্চ।
প্রথম মেয়াদে সেল্টিকের ডাগআউটে রজার্স পান দারুণ সাফল্য। ঘরোয়া ফুটবলে জেতা সম্ভব এমন সাত শিরোপাই এনে দেন দলকে। দ্বিতীয় দফায় তার তাই প্রত্যাশা বেশি হওয়াটাই স্বাভাবিক। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই ইংলিশ কোচ।
প্রথম মেয়াদে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সেল্টিক পার্কে ছিলেন রজার্স। তিন বছরে চুক্তিতে গত সোমবার দলটিতে ফেরেন তিনি।
সেল্টিক টিভিকে গত বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে সাবেক লিভারপুল কোচ বলেন, ধরে রাখতে চান ক্লাবের উন্নতির ধারা, এবার মনোযোগ দিতে চান ইউরোপীয় প্রতিযোগিতায়।
“পুরনো দিনের স্মৃতি দুর্দান্ত, তবে সেটা এখন অতীত এবং আশা করি সেই সময় থেকে আমরা যা অর্জন করেছি তা একটা ভিত গড়ে দিয়েছে এবং তা সবসময় সেখানেই থাকবে। তবে আমি আবার এখানে এসেছি জেতার জন্য এবং সেই মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য। দেখতে চাই ইউরোপে আমরা কিছু করতে পারি কিনা।”
“তবে সন্দেহ নেই যে, এখানে থাকার আনন্দ পেশাগত ও ব্যক্তিগতভাবে (দ্বিতীয় মেয়াদে কাজ করায়) একটা বড় ভূমিকা রেখেছে। ফুটবলের দৃষ্টিকোণ থেকে, আমি এখানে থাকাকালীন সময়ে আমরা ইতিহাস গড়েছি এবং লক্ষ্য থাকবে সেই মানসিকতা ধরে রেখে এগিয়ে যাওয়ার।”
২০২২-২৩ মৌসুমে স্কটল্যান্ডের শীর্ষ সহঘরোয়া তিনটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সেল্টিক।