ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচে দলের বিবর্ণ পারফরম্যান্সে ভীষণ হতাশ পিএসজি কোচ।
Published : 01 May 2023, 04:34 PM
লরিয়ঁর বিপক্ষে আশরাফ হাকিমির লাল কার্ড পাওয়া মানতেই পারছেন না ক্রিস্তফ গালতিয়ে। পিএসজি কোচের মতে, বোকামি করে দ্বিতীয় হলুদ কার্ডটি পান মরক্কোর এই ডিফেন্ডার। লিগ ওয়ানের দ্বিতীয় ধাপে দলের পারফরম্যান্স ‘গড়পড়তা’ মানের বলেও হতাশা প্রকাশ করলেন গালতিয়ে।
লিগ ওয়ানে গত রোববারের ম্যাচে ১০ জনের দলে পরিণত হওয়া পিএসজি শেষ পর্যন্ত হেরে যায় ৩-১ গোলে। দলের বিবর্ণ পারফরম্যান্সে ভীষণ হতাশ গালতিয়ে।
ম্যাচের ২০ মিনিটের মাথায় ডারলিন ইয়ংওয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডটি দেখেন হাকিমি। তখন পিএসজি পিছিয়ে ছিল ১-০ গোলে। প্রথম হলুদ কার্ডটি দেখেন রোমাঁ ফেভারকে বাজেভাবে ফাউল করে।
কিলিয়ান এমবাপে পরে সমতা ফেরালেও ১০ জনের দল নিয়ে লরিয়ঁর সঙ্গে পেরে ওঠেনি পিএসজি। আরও দুই গোল খেয়ে বসে তারা।
ম্যাচ শেষে দল ও হাকিমির পারফরম্যান্স নিয়ে বিরক্তি ঝরে গালতিয়ের কণ্ঠে। তার মতে, এতটা আগ্রাসী হওয়ার কোনো প্রয়োজন ছিল না হাকিমির।
“আশরাফের চিন্তিত হওয়ার কিংবা স্নায়ুচাপে ভোগার কোনো কারণ ছিল না। বোকার মতো দ্বিতীয় হলুদ কার্ডটি পেয়েছে সে। এই সপ্তাহে তার চাপ নেওয়ার মতো কিছু ছিল না।”
“এটা খুবই হতাশাজনক। আমাদের দ্রুত প্রতিক্রিয়া দেখাতে হবে কারণ, আমরা জানি না কত পয়েন্ট পাব। মৌসুমের দ্বিতীয় ভাগটি আমাদের একেবারেই গড়পড়তা কাটছে।”
লিগ ওয়ানে সবশেষ ছয় ম্যাচে এ নিয়ে তৃতীয় হারের তেতো স্বাদ পেল পিএসজি। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মার্সেই।