৮ মাসেই চাকরি হারালেন রাফায়েল বেনিতেস ও তার কোচিং প্যানেলের সদস্যরা।
Published : 12 Mar 2024, 08:02 PM
খুব একটা দীর্ঘ হলো না রাফায়েল বেনিতেসের সেল্তা ভিগো অধ্যায়। স্প্যানিশ ক্লাবটির দায়িত্ব নেওয়ার ৮ মাসের মধ্যে চাকরি হারালেন তিনি।
৬৩ বছর বয়সী বেনিতেস ও তার কোচিং প্যানেলের সদস্যদের ছাঁটাই করার ঘোষণা মঙ্গলবার দেয় সেল্তা।
রেয়াল মাদ্রিদ, লিভারপুল, চেলসির সাবেক কোচ বেনিতেসকে গত বছরের জুনে নিয়োগ দেয় সেল্তা। তার কোচিংয়ে মৌসুমে সময়টা একদমই ভালো যাচ্ছিল না দলটির। তাই হুমকির মুখেই ছিল তার চাকরি।
গত রোববার লা লিগার ম্যাচে রেয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলে হারের পর আর ধৈর্য ধরে রাখতে পারেনি সেল্তা। একদিন পরই বেনিতেসকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল তারা।
সেল্তার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাবকে প্রত্যাশিত ফলাফল এনে দিতে পারেননি’ বেনিতেস।
এখন পর্যন্ত লিগে ২৮ ম্যাচ খেলে সেল্তা জিততে পেরেছে কেবল পাঁচটি, ড্র করেছে ১৪টি। ২৪ পয়েন্ট নিয়ে তারা আছে ১৭তম স্থানে। অবনমন অঞ্চল থেকে মাত্র ২ পয়েন্ট দূরে।