ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ মেক্সিকোর হারিকেন ওটিসে ক্ষতিগ্রস্থদের তহবিল সংগ্রহে ব্যবহার করা হবে।
Published : 18 Nov 2023, 05:28 PM
মৌসুমের মাঝপথে একটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বার্সেলোনা। আগামী ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ডালাসে মেক্সিকার দল ক্লাব আমেরিকার বিপক্ষে ম্যাচটি খেলবে লা লিগা চ্যাম্পিয়নরা।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে শুক্রবার বিষয়টি জানিয়েছে বার্সেলোনা।
শীতকালীন বিরতির ঠিক আগে ম্যাচটি খেলবে বার্সেলোনা। লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে ম্যাচের ঠিক একদিন পর যুক্তরাষ্ট্রে গিয়ে ক্লাব আমেরিকার বিপক্ষে মাঠে নামবে শাভি এর্নান্দেসের দল।
ক্লাবের ইতিহাসে এই নিয়ে কেবল দ্বিতীয়বার ডিসেম্বর মাসে প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা। এর আগে ২০২১ সালে প্রয়াত দিয়েগো মারাদোনার স্মরণে সৌদি আরবে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের বিপক্ষে খেলেছিল কাতালান ক্লাবটি।
এবারের প্রীতি ম্যাচটি হবে ডালাসের ৯০ হাজার দর্শক ধারণক্ষমতার কটন বোল স্টেডিয়ামে। ২০২২ সালের গ্রীষ্মে এই স্টেডিয়ামেই ইউভেন্তুসের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছিল বার্সেলোনা।
বিবৃতিতে বার্সেলোনা উল্লেখ করেছে, ম্যাচটি থেকে প্রাপ্ত অর্থ গত অক্টোবরে মেক্সিকোতে আঘাত হানা ‘হারিকেন ওটিস’-এ ক্ষতিগ্রস্থদের তহবিল সংগ্রহের জন্য ব্যবহার করা হবে, যেখানে অন্তত ৪৮ জন নিহত হয়েছিল।